অধিকাংশ রোগই হোমিওপ্যাথিতে চিকিৎসা করা সম্ভব। তবে সকল রোগই হোমিওপ্যাথিতে চিকিৎসা করা সম্ভব নয়। যে সকল রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে করা সম্ভব তা হলঃ
১. ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক সংক্রমণজনিত সকল রোগ হোমিওপ্যাথিতে চিকিৎসা করা যায়। তবে মারাত্মক সংক্রমণজনিত কিছূ রোগ যেমন- যক্ষা, এইচ.আই.ভি, গনোরিয়াজনিত মেনিনজাইটিস, টাইফয়েড ইত্যাদি হোমিওপ্যাথিতে চিকিৎসা না করে এলোপ্যাথিতে চিকিৎসা করলে দ্রুত ভাল ফল পাওয়া যায়।
২. বিভিন্ন ধরণের সবিরাম রোগ যা কিছুদিন পর পর দেখা দেয় সেখানে হোমিওপ্যাথি ঔষধ বেশ কার্যকরী।
৩. যে সকল রোগে দেহের ক্রিয়াগত পরিবর্তন ঘটে () সেগুলি খূব দ্রুত হোমিওপ্যাথিতে চিকিৎসা করা যায়। কিন্তু যে সকল রোগে দেহের গঠণগত পরিবর্তন ঘটে () সেকল রোগ হোমিওপ্যাথিতে চিকিৎসা করতে অনেক সময় লাগে।
৪. কোন কোন রোগ প্রথম অবস্থায় হোমিওপ্যাথিতে চিকিৎসা করা যায়, কিন্তু শেষ স্তরে যখন তা দ্রুত বিস্তার লাভ করে তখন তা নিরাময় করা যায় না।
৫. রোগের শিকড় যত গভীরে থাকবে ততই তা নিরাময় করতে দীর্ঘ সময় লাগবে।