বৈশিষ্ট্য

অনলাই‌নে হো‌মিও চি‌কিৎসার বৈশিষ্ট্যঃ

১: মোবাইল বা ক‌ম্পিউটা‌রের মাধ্য‌মে এই ও‌য়েবসাই‌টে ঢু‌কে বা‌ড়ি‌তে ব‌সে নি‌জের সকল সমস্যার কথা লি‌খিতভা‌বে ডাক্তার‌কে জা‌নি‌য়ে স‌ঠিক চি‌কিৎসা নেয়া যা‌বে।

২: ডাক্তা‌রের চেম্বা‌রে যাওয়ার জন্য সময়, সামর্থ ও অর্থ প্র‌য়োজন হয়। ডাক্তারের কা‌ছে সি‌রিয়াল দি‌য়ে অ‌পেক্ষা কর‌তে হয়। অনলাই‌নে এসব ঝা‌মেলা নেই।তুলনামূলক কম খর‌চে (এ‌কিউট রো‌গে ২০০ টাকা ও ক্র‌ণিক রো‌গে ৫০০ টাকা) চি‌কিৎসা পাওয়া যা‌বে।

৩: প্রকৃত হো‌মিও চি‌কিৎসায় কেবল রো‌গের নাম শু‌নে ঔষধ দেয়া যায় না। প্র‌য়োজন হয় মন ও শরী‌রের সকল অবস্থা সম্পর্কে তথ্য সংগ্র‌হের। কিন্তু বাস্ত‌বে চি‌কিৎস‌কের ব্যস্ততার কার‌ণে অ‌ধিকাংশ ক্ষে‌ত্রে তা সম্ভব হয় না। ফ‌লে উপযুক্ত ঔষধও নির্বা‌চিত হয় না। অনলাই‌নে এ সকল সমস্যার সমাধান করা হ‌য়ে‌ছে। রোগী‌কে নানাভা‌বে প্রশ্ন ক‌রে রোগ লক্ষণ সংগ্র‌হের ব্যবস্থা করা হ‌য়ে‌ছে।

৪: রোগী অ‌নেক ক্ষে‌ত্রে চি‌কিৎস‌কের কা‌ছে তার গোপন কথা মু‌খে বল‌তে লজ্জা পান, ডাক্তারও লজ্জা পে‌তে পা‌রেন। ফ‌লে স‌ঠিক চি‌কিৎসা হয় না। অনলাইন চি‌কিৎসায় এই সমস্যা নেই। রোগী অকপ‌টে তার সকল গোপন সমস্যা ডাক্তার‌কে জানা‌তে পার‌বেন।

৫: অ‌নেক চি‌কিৎসক রোগী‌কে হো‌মিওপ্যা‌থির না‌মে একা‌ধিক ঔষধ, নানা কোম্পানীর প্যা‌টেন্ট ফাইল, মাদার টিংচার দি‌য়ে সাম‌য়িক ও দ্রুত উপশ‌মের ব্যবস্থা ক‌রে রোগীর কা‌ছ থে‌কে ক‌য়েক হাজার টাকা বিল নি‌য়ে থা‌কেন। এ‌তে রোগীর রোগ‌তো সারেই না , বরং রোগীর রোগ অারও জ‌টিল হয় ও অার্থিক ক্ষ‌তির শিকার হন। অনলাই‌নে এসব প্রতা‌রণা নেই।

৬: এ‌কিউট রোগী যে কোন সময় তার প্রেস‌ক্রিপশন দেখ‌তে পার‌বেন ও নিকটবর্তি ফার্মেসী থে‌কে ঔষধ কি‌নে নি‌তে পার‌বেন।

৭: রোগীদের সকল তথ্য টাইপ ক‌রে লেখা লাগ‌বে না, প্র‌য়োজনীয় লক্ষ‌ণে টিক দি‌লেই উক্ত লক্ষণ‌টি সং‌যো‌জিত হ‌বে।