নেট্রাম-ফস্ফোরিকাম (Natrum Phosphoricum)

পরিচয়। এটার অপর নাম ফস্কেট-অভ-সোডা। সুসলার আবিষ্কৃত ১২টি লবণের অন্যতম। ডাঃ ফ্যারিংটন এটাকে হোমিওপ্যাথিক মতে পরীক্ষা করে হোমিওপ্যাথিক মেটিরিয়া-মেডিকার অন্তর্গত করেছেন।

ব্যবহারস্থল। –অম্ল; অজীর্ণ; চোখে-প্রদাহ; টেরাদৃষ্টি; বহুমূত্র; অস্ত্রশূল; বিসর্প; পাকাশয়ের শূল; গন্ডমালা; বাত, যক্ষ্মা; ক্রিমি (উভয় জাতীয়); গ্রন্থিস্ফীতি; গলগন্ড; শ্বেতপ্রদর; বন্ধ্যাত্ব; আমবাত প্রভৃতি।

ক্রিয়াস্থল।-নেট্রাম-সাল্ফ যেরূপ পিত্তপ্রধান ঔষধ, নেট্রাম-ফস সেইরূপ অম্লপ্রধান ঔষধ ! এটার রোগীমাত্রেই অম্ললক্ষণ থাকে। তারপর হলদেবর্গ এটার অতি প্রিয় লক্ষণ। রোগীর জিব হলদে, নাকের সর্দি হলদে, যোনিস্রাব হলদে। এটা ক্রিমির একটি উত্তম ঔষধ। অন্ত্রশূলেও এটা একটি কার্যকরী ঔষধ। উদর সম্বন্ধীয় নানাবিধ রোগে নেট্রাম ফস ব্যবহার্য্য ঔষধ। ঘৃতপক্ক বা চর্বিযুক্ত খাদ্যাদি খেয়ে অজীর্ণ বা গ্রীষ্মকালীন উদরাময়। যে সকল ব্যক্তি বা শিশু অতিরিক্ত দুধ ও মিষ্টি ভোজন করে, তাদের যাবতীয় উদররোগ। স্বপ্নদোষ বা রেতঃপাত জনিত রোগ।

প্রদর্শক লক্ষণ।-অম্লরোগ, টক ঢেঁকুর, টক স্বাদ, টক বমি। অন্য রোগের সাথে অম্লরোগ বৰ্ত্তমান থাকলে। পেট ফাঁপা ও টক ঢেঁকুর বা টক বমি। জিভ গোড়ার দিকে হলদে। চোখ হতে হলদে স্রাব। নাক হতে হলদে স্রাব। অজীর্ণ ও অম্লসহ একটি কান গরম, লাল ও তাতে চুলকানি। গলার প্রদাহ, মনে হয় গলায় ডেলা মত কিছু একটা আছে। স্বপ্নদোষ, কোমরে দুর্বলতা, হাত-পা কাঁপে। স্ত্রীলোক বন্ধ্যা (sterility), যোনি হতে যে স্রাব বের হয় তা টক গন্ধ। প্রদরস্রাব পানির মত ও অম্লগন্ধ। গর্ভ অবস্থায় টক বমি, তাতে টক গন্ধ। হাঁটুর বাত। অম্লরোগ। গুল্ফ-সন্ধিতে বা পায়ের গাঁটে (ankles) চুলকানি। রতিক্রিয়ার পর রোগলক্ষণের বৃদ্ধি। সর্বদা নাক (বাঁ নাক খোঁটে ! জিভের ডগে চুল আছে মনে হয়। খেতে খেতেই মলবেগ পায়। একজিমা, হলদে মামড়ি। অম্লরোগ। ঘামে টক গন্ধ। বুকে, বিশেষতঃ ডানদিকে জ্বালা। থাইসিস বা যক্ষ্মা।

মন।-নেট্রাম-ফসের রোগী রেতঃপাতের পর সমস্ত দিন বিমর্ষ থাকে। পড়াশুনায় মন দিতে পারে না। রাত্রে রোগীর ভয়ানক ভীতির সঞ্চার হয়, সামান্য কারণে চমকিয়ে উঠে

চোখের অসুখ। -চোখ হতে হলুদবর্ণের সরের মত পুঁজ বের হওয়া এটার বিশেষত্ব। চোখ-উঠা, চোখে-প্রদাহ জন্য পীতবর্ণের ঘন আঠার মত স্রাব বের হয়ে সকালবেলা চোখ জুড়ে যায়। গ্যাসের আলোকের ভিতর কাজ করে ক্ষীণ-দৃষ্টি, চোখ-জ্বালা। অত্যধিক ক্রিমির জন্য টেরাদৃষ্টি। ঋতুস্রাবের সময় ডান চোখের ভিতর চাপ বোধ, চোখের সমক্ষে দ্রব্যাদি ঝিকিমিকি করতে থাকে।

অজীর্ণ ও উদরাময়।-অম্ল ঢেঁকুর, অম্লশূল, অম্লবমন, মুখে অম্লস্বাদ, খাওয়ার ১ ঘণ্টা পরে পেটবেদনা, গা-বমি-বমি, মুখ দিয়ে পানি উঠা, পেট ফুলে উঠা প্রভৃতি এবং গ্যাষ্ট্রিক ক্ষত রোগের এটা উত্তম ঔষধ। ঘিয়ের রান্না খাদ্যদ্রব্য বা চর্বিযুক্ত খাদ্যাদি ভোজনের পর অম্লরোগ ও গ্রীষ্মকালীন উদরাময়। নেট্রাম-ফসের রোগী ঝাঁঝাল খাদ্য, মাংস, ডিম এবং ভাজা মাছ খেতে ভালবাসে, রুটী ও মাখনে অরুচি। শিশুদের পেটের কামড়ানির সাথে সবুজবর্ণের পাতলা বাহ্যে। ঐ মলে অম্লগন্ধ ও তন্মধ্যে ছানার মত জমাটবাঁধা দুধ। কলেরার মূত্ররোধে এটা উপযোগী।

অতিরিক্ত ইন্দ্রিয়সেবা ও স্বপ্নদোষ।– অতিরিক্ত শুক্রক্ষয় জন্য অজীর্ণ, বিনা স্বপ্নে রেতঃপাত, কোমরে অত্যন্ত দুর্বলতা, হাত-পায়ের কল্পন, হাঁটুর দুর্বলতা। ঐ সঙ্গে অম্ললক্ষণে এটা উত্তম ঔষধ।

ক্ষয়জনিত ও হৃৎযন্ত্রের রোগ।-অম্ল অজীর্ণাদির সাথে ক্ষয়কাশি হলে বা হৃৎপিন্ডের অনিয়মিত ক্রিয়া ও হৃৎস্পন্দন হলে এবং খাওয়ার পর হৃৎস্পন্দন বৃদ্ধি হলে ব্যবহার্য্য।

বৃদ্ধি। – চিনি, দুধ ও চর্বিজাতীয় খাদ্য খেলে; তেতো জিনিষে; বজ্রঝটিকায়; রতিক্রিয়ায়; স্বপ্নদোষ হলে; রাত্রে; সিঁড়িতে চড়লে; বিছানার গরমে; রাত্রি ৮টায় (চোখ); গ্যাসের আলোতে (চোখ); তরল পদার্থ গিললে (গলা); খাওয়ার পর।

হ্রাস। শক্ত দ্রব্য গিললে (গলা)।

শক্তি।– ৩x, ৬x, ১২x চূর্ণ; ৬, ১২, ২০০ শক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!