হোমিওপ্যাথি হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান উদ্ভাবিত একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি যার মূলনীতি হচ্ছে যে সকল দ্রব্য কোন সুস্থ্য শরীরে প্রয়োগ করলে ( বা সেবন করলে) যে সব রোগ লক্ষণ সৃষ্টি হয়, সেই সব রোগ লক্ষণ কোন রোগীতে থাকলে উক্ত রোগসৃষ্টিকারী দ্রব্য শক্তিকৃত করে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে (বা সেবন করলে) সেই রোগ দূরীভূত হয়।

উদাহরণঃ কয়েক ফোটা পেয়াজের রস ঘ্রাণ নিয়ে বা সেবন করে কারও সর্দি, হাঁচি, চোখ জ্বালা ও চোখ দিয়ে পানি ঝরা লক্ষণ দেখা দিল। এখন অন্য একজন রোগীর যদি সর্দি লেগে হাঁচি, চোখ জ্বালা ও চোখ দিয়ে পানি ঝরা লক্ষণ দেখা দেয় তাহলে উক্ত পেয়াজের রস শক্তিকৃত করে সূক্ষ্ম মাত্রায় সেবন করলে সেই রোগীর সর্দি দূরীভূত হবে। এটিই হোমিওপ্যাথি এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!