কোডেইনাম (Codeinum)
পরিচয়। এই ঔষধ অহিফেনের উপক্ষার হতে প্রস্তুত।
ব্যবহারস্থল।-চোখের পেশীর এবং অক্ষিপুটের স্পন্দন আরোগ্য করে। বাম চোখের পাতাই বেশী নাচে (হায়োসায়েমাস, অ্যাগারিকাস, ফাইজষ্টিগমা), চোখ ঘষিলে উপশম বোধ করে। নাক ঝারিবার সময় চোখের সম্মুখে আগুনের ফুলকির মত পদার্থ দেখতে পায়। গলার ভিতর পিট পিট করে খুকখুকে কাশি হয়, ঐ কাশি রাত্রেই বাড়ে। ডাঃ মার্সী যক্ষ্মারোগীর রাত্রিকালীন কাশিতে, কিন্তু ডাঃ ফ্যারিংটন দিবাভাগে বিরক্তিকর শুষ্ক কাশিতে প্রয়োগ করতে উপদেশ দেন।
বহুমূত্র রোগ। -প্রস্রাবের পরিমাণ অত্যধিক এবং প্রস্রাবে শর্করার মাত্রা প্রচুর, সেইসঙ্গে মানসিক ও শারীরিক অবসাদ এবং শরীরের নানা স্থানে চুলকানি ও জ্বালা। রোগীর মাথা গরম, সকালবেলা শিরঃরোগ, ঐ যন্ত্রণা সাধারণতঃ বামদিকে, প্রায় দুই ঘন্টা পর্য্যন্ত যন্ত্রণায় রোগী অস্থির হয়ে পড়ে। রোগী ভুগে ক্রমান্বয়ে অসাড় হয়ে পড়ে, কিন্তু প্রফুল্লতা হ্রাস হয় না। রাত্রে নিদ্রাকালে মাংসপেশী নাচে।
তুলনীয়।– দেশীয় ঔষধ অ্যাব্রোমা-অগষ্টা- অত্যধিক শর্করাযুক্ত এবং অতিরিক্ত আক্ষেপিক গুরুত্ববিশিষ্ট মধুমেহ (D।abetes mellitus) এবং রাত্রিকালীন অতিরিক্ত প্রস্রাববিশিষ্ট বহুমূত্র (D।abetesinsipidus), উভয় অবস্থাতেই বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে। সেফাল্যানড্রা-ইন্ডিকা বা তেলাকুচা-উভয় প্রকারের ডায়াবেটিসে উপকারী। প্রস্রাবে শর্করা বেশী, প্রস্রাবের পরে দুর্বলতা বা অবসন্নতা, সমস্ত শরীরে জ্বালা, ঠান্ডায় উপশম। জিম্নেমা-সিলভেষ্টর- প্রচুর পরিমাণে শর্করা এবং এই ঔষধ শর্করার পরিমাণ সত্ত্বর কমাইতে সক্ষম। সিজিজিয়াম জ্যাম্বোলিনাম বা কালজাম শর্করাবিশিষ্ট ডায়াবেটিস অথবা রাত্রিকালীন বহু পরিমাণ প্রস্রাববিশিষ্ট বহুমূত্র। রোগীর অত্যধিক পিপাসা বর্ত্তমান।
সম্বন্ধ। চোখ নাড়ায় -হায়োসায়েমাস ও অ্যাগারিকাস।
শক্তি।– ৩x বিচূর্ণ হতে ৬, ৩০ শক্তি।