কোচলেরিয়া (Cochlearia)
ব্যবহারস্থল। – স্বরভঙ্গ, গলক্ষত, প্রমেহ, পাকস্থলীর দুর্বলতা প্রভৃতি। রোগীর তীব্র শিরোবেদনা ও শিরোঘূর্ণন থাকে। মানসিক নৈরাশ্য হতে বেদনার আবির্ভাব হয়। গলক্ষত ও মাঢ়ীর রোগে এই ঔষধ পানির সাথে কুলি করার জন্য ব্যবহৃত হয়। ইনফ্লুয়েঞ্জার পরবর্তী শুষ্ক কাশিতে উপযোগী। পৃষ্ঠের দিকে বেদনা, মেরুদন্ডের অস্থিতে চাপ দিলে বেদনার বৃদ্ধি, ঐ সঙ্গে শূলবেদনা। প্রস্রাবের পরে, আগে ও প্রস্রাবকালে জননেন্দ্রিয়ে কৰ্ত্তনবৎ বেদনা ও জ্বালা। পুনঃপুনঃ মূত্রত্যাগ প্রভৃতি।
তুলনীয়।-ক্যান্থারিস – বার বার প্রস্রাব করার ইচ্ছা, প্রস্রাবের আগে, সময়ে এবং পরে মূত্ৰনলীতে জ্বালা। আইবেরিস – ইনফ্লুয়েঞ্জার পরে হৃৎপিন্ডের দুর্বলতা।
সমগুণ। -ক্যানাবিস স্যাট, সিনাপিস, ক্যান্সিকাম।
শক্তি।-মূল-অরিষ্ট, ১x, ৩x শক্তি।