ক্লোরোডেন্ড্রনইনফরচুনেটাম (Clerodendrum Infortunatum)

পরিচয়।-বাংলা নাম ভাঁট। বাংলার অনেক পল্লীগ্রামে ফাল্গুন সংক্রান্তিতে ভাঁট ঘন্টাকর্ণ বা ঘেঁটুপূজা হয়; সেটার প্রধান উপকরণ ভাঁট ফুল। গাত্রে চুলকানিতে ভাঁটপাতা ও কাঁচা হলুদ একত্রে পিষে মাখার ব্যবস্থা আছে। এটা ক্রিমিনাশক ছেলেদের কৃমি রোগে এটার পাতার রস ব্যবহৃত হয়ে থাকে। আধ ছটাক পাতার রস খেলে দাস্ত পরিষ্কার হয়।

ব্যবহারস্থলপ্রদর্শক লক্ষণ।উদরাময়। যথেষ্ট ফেনাযুক্ত কটা হলুদ ও সবুজ মিশ্রিত মল এইসঙ্গে গা-বমি-বমি এবং মুখ দিয়ে পানি উঠা লক্ষণ থাকে। ইপিকাক চায়না ও পালসেটিলা এটার সমগুণসম্পন্ন ঔষধ। এই সকল ঔষধের পরিবর্ত্তে অথবা যেখানে এটা প্রয়োগে ফল পাওয়া যায় না সেখানে ক্লোরোডেনড্রন বা ভাঁট ব্যবহার করে দেখা উচিত। গ্র্যাটিওলা ঔষধের সঙ্গে এটার অনেকাংশে মিল আছে। কিন্তু গ্র্যাটিওলার উদরাময় প্রচুর ঠান্ডা পানি পান হেতু হয়ে থাকে এবং এটার মল তোড়ের সঙ্গে বের হয়। পানির মত ফেনাযুক্ত মল গা-বমি-বমি এবং মুখ দিয়ে পানি উঠা লক্ষণ। শিশুদের ক্রিমি রোগে এটা ব্যবহৃত হয়ে থাকে। এস্থলে এটার সমকক্ষ সিনার পরিবর্তে অথবা সিনা প্রয়োগে ফল না পেলে এটা ব্যবহৃত হতে পারে। পূর্বোক্ত লক্ষণে অপরাহ্নকালীন ঘুষঘুষে জ্বরেও এটা ব্যবহৃত হয়। প্লীহা ও যকৃত বড় হয় অজীর্ণ অথবা কোষ্ঠকাঠিন্য; অন্যান্য দেশীয় ঔষধের মত পিত্তাধিক্য- চোখ-মুখ জ্বালা করা এটার বিশেষত্ব। পালসেটিলা সাল্ফার অথবা দেশীয় ঔষধ নিম ক্ষেতপাপড়া কালমেঘ কুইনিয়া-ইন্ডিকা রোহিতক ইত্যাদির সাথে তুলনা করা যেতে পারে।

শক্তি।– ১x ৩x ৩০।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!