১। একিউট বা অচির বা তরুন রোগ
২। ক্রণিক বা চির বা পুরাতন রোগ

তরুন রোগঃ যে সমস্ত রোগ হঠাৎ উপস্থিত হয়, দ্রুত জীবনীশক্তির পরিবর্তন সাধন করে এবং অল্প সময়ের মধ্যেই হয় রোগীর জীবন নাশ করে- না হয় সমূলে নিজেই (রোগ) দূরীভূত হয় তাকে তরুন রোগ বলে।

এই সকল রোগের কোন স্থিতিশীলতা নেই। এই রোগের ভোগকাল নির্দিষ্ট, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই রোগের বিকাশ ও পরিণতি ঘটে (নিরাময় অথবা মৃত্যু)।
ঔষধ ছাড়াও তরুন রোগ আরোগ্য হয়, তবে সময় কিছুটা বেশি লাগতে পারে।
তরুন রোগের ভোগকাল অল্পদিন অর্থাৎ ২/১ দিন হতে সর্বোচ্চ ২/১ মাস পর্যন্ত হতে পারে।
তরুন রোগের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই বর্তমান বিদ্যমান লক্ষণ ও তার কারণের আলোকে ঔষধ প্রয়োগ করতে হবে এবং যে কারণে রোগটি হয়েছে তা থেকে বিরত থাকতে হবে।
প্রধানত: মানসিক ও শারীরিক অনিয়মের ফলে বা স্বাস্থ্যবিধি লংঘনের ফলে এই জাতীয় রোগ ব্যক্তিগতভাবে যে কোন মানুষকে আক্রমণ করতে পারে।
উদাহরণঃ সর্দি, জ্বর, উদরাময়, কলেরা, হাম, বসন্ত, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, গলক্ষত, বমি, এলার্জি, কাশি, কানে বেদনা, আধকপালে মাথাব্যথা, আঘাত, দংশন, বিষক্রিয়া, কেটে যাওয়া, থেতলে যাওয়া ইত্যাদি।

এছাড়া যে সকল ক্রণিক বা পুরাতন রোগ বৃদ্ধি পেয়ে প্রবল যন্ত্রণা সৃষ্টি করে সেই রোগেও নতুন বা তরুন রোগের মত চিকিৎসা গ্রহণ করতে হবে।
যেমন: পুরাতন আমাশয় প্রবল আকার ধারণ করলে, হাঁপানীর টান বৃদ্ধি পেলে। আর যে সকল রোগ তরুণ রোগের মত দেখা দেয়; কিন্তু চিকিৎসা করলে সাময়িক উপশম হয়ে কিছুদিন পরে আবার ফিরে আসে সেই সকল রোগের চিকিৎসা ক্রণিক বা পুরাতন রোগের মত গ্রহণ করতে হবে।

চিররোগঃ যে সমস্ত রোগের শুরুটা প্রায়ই জানা যায় না, ধীরে ধীরে সামান্য শক্তিতে, অগোচরে আরম্ভ হয়ে বহুদিন ধরে জীবনীশক্তির বিকৃতি ঘটায় এবং দেহকে এরূপ অন্ত:সারশূণ্য করে ফেলে যে প্রকৃত ঔষধ ব্যতীত জীবনীশক্তির নিজস্ব প্রচেষ্টায় এর হাত থেকে পরিত্রাণ পায় না তাকে চিররোগ বলে।

চিররোগ ধীরে ধীরে জীবনীশক্তিকে নষ্ট করতে থাকে এবং ঔষধ ছাড়া কখনও নিরাময় হয় না।
চিররোগের কারণ অদৃশ্য, সহজে খুজে পাওয়া যায় না।
রোগের ভোগকালের কোন সময়সীমা নেই। রোগী আজীবন চিররোগে ভুগতে পারে। এই রোগ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে রোগীর মৃত্যু ঘটায়।
হ্যানিম্যানের মতে, এই সকল রোগ উৎপত্তির মূল কারণ সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলেসিস নামক রোগবীজ বা মায়াজম।

বিভিন্ন ধরণের চিররোগের উদাহরণঃ
১। হৃদপিন্ডের পীড়া, উচ্চ রক্তচাপ, বহুমূত্র, একজিমা, এলারজি, বমিভাব, মাথাব্যথা, পেশির আক্ষেপ।
২। সিফিলিস, বধিরতা, তোৎলামী, লিভারের সমস্যা, অস্থিক্ষত, গলক্ষত, মুখে ঘা, পাকস্থলীতে ঘা, হাঁপানী, হিপাটাইটিস, ল্যারিনজাইটিস, দ্রুত হৃদস্পন্দন, ওভারীর সমস্যা, ক্ষুধামান্দ্য, পুরাতন ডায়রিয়া, কার্বাঙ্কল, ক্যানসার, মৃগী, পক্ষাঘাত, খর্বাকৃতি, ধবল বা শ্বেতী।
৩। হিস্টিরিয়া, হাঁপানী, মূত্রনালীর সংকীর্ণতা, মূত্রপাথুরী, একশিরা, ফাইলেরিয়া, ডিপথেরিয়া, বসন্ত, যোনিকপাট বন্ধ, সন্ন্যাস, পেশী বাত, গেটে বাত, সায়েটিকা, টাইফয়েড, টিউমার, ছানি, বাধক, ক্রণিক আমাশয়, হার্পিস, ধ্বজভঙ্গ, স্মরণশক্তি হ্রাস, বাচালতা, বমিভাব, মাথাব্যথা, সর্দি ঝরা, নাক দিয়ে রক্ত পড়ে।
৪। ক্যান্সার, স্ট্রোক, হুপিং কাশি, মেদপ্রবণতা, বিভিন্ন ধরণের টিউমার, পুরাতন কাশি।
৫। সন্ন্যাস, কিডনী অকেজো, সোরাইসিস, অতি ক্ষুধা, ওজনহীনতা, কালা।
৬। শিশুদের কানের সংক্রমণ, পিঠে ব্যথা, ঘাড় আড়ষ্টতা, হাত-পায়ে আড়ষ্টতা।

By admin

2 thoughts on “হোমিওপ্যাথিতে রোগের শ্রেণীবিভাগ”
  1. আসসালামু আলাইকুম। আপনার সফটওয়ারটি সর্ম্পকে জানলাম। বিস্তারিত জানা যাবে সফটওয়ারটি ইন্সটল করে আপনাদের সহযোগিতা নিয়ে ব্যবহার করার সময়। উদ্যোগটি প্রশংসনীয়।
    শুধু পরামর্শের জন্য আপনাকে জানানো
    আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হোমিওপ্যাথিক বিষয়ে আমার কোনো সার্টিফিকেট নাই। তবে অনেকদিন আগে থেকেই (২০/২২ বছর) আমার কয়েকজন হোমিওপ্যাথিক বন্ধু ডাক্তারগ্ণের (অভিজ্ঞ ও সার্টিফিকেটধারী) পরামর্শ ও সহযোগিতা নিয়ে এবং তাদেরই দেওয়া পরামর্শে ভারত ও বাংলাদেশের নামিদামি কয়েকজন রাইটারের বই পড়ে অতি সাধারণ ও তরুণ রোগের ঔষধ দিয়ে আসছি। ভালো সাড়াও পেয়েছি এবং এখনো পাচ্ছি। কোনো পুরাতন ও জটিল রোগের রোগী এলে আমার অভিজ্ঞ বন্ধুবর ডাক্তারগণের নিকট পাঠিয়ে দেই। তারাই ভালো চিকিৎসা দেন।
    বর্তমানেও কম্পিউটারে কাজ করার মত আমার যথেষ্ট ধৈর্য্য আছে ইনশাল্লাহ। তাই আমি আপনাদের সফটওয়ার দিয়ে মোটামোটি কাজ চালাতে পারব বলে আশা রাখি। আর না পারলেতো সব কিছু নির্বিঘ্নে আপনাদের কাছে পাঠিয়ে দেব।
    আপনাদের লেটেস্ট ভার্সনের হোমিও অনলাইন সফটওওয়ারের মূল্য কত? মূল্য কী কিস্তিতে পরিশোধ করা যাবে? ল্যাপটপে ইন্সটলের সিস্টেম কী? এই সুফটওয়ার কত পার্সেন্ট রোগের সমাধান দিতে পারবে? সফটওয়ারের পাশাপাশি ডাক্তারগণের সাথে যোগাযোগ বা chat করা লাগবে? chat এর জন্য কী আলাদা কনসাল্টেন্ট ফী দিতে হবে?
    আমার লেখাটি নাতিদীর্ঘ হয়ে গেল। মনে কিছু নিবেন না।
    লেখাটির আলোকে আপনাদের পরামর্শ আমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হব।
    দোয়া করি, সফলতা লাভ করুক আপনাদের সার্বিক প্রচেষ্টা।
    ধন্যবাদ।

    1. কমেন্টের জন্য ধন্যবাদ। বিস্তারিত আলাপের জন্য কল করুন +88 01717005140 নাম্বারে।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!