সিনামোমামজিল্যানিকাম (Cinnamomum Zelyanicum)

পরিচয়।-এটার অপর নাম সিনামন। আমাদের দেশের দারুচিনি।

ব্যবহারস্থল।-বৃক্তপাত, যক্ষ্মারোগে গয়ারের সাথে রক্তস্রাব, আঘাতাদির ফলে রক্তস্রাব, মূৰ্চ্ছাবায়ু, শ্বেতপ্রদর, মাথার যন্ত্রণা, অস্থিক্ষয়, অতিরজঃ প্রভৃতি।

ক্রিয়াস্থল-রক্তস্রাবই এটার প্রধান লক্ষণ। ডাঃ ই, আর, উইলজোন্স বলেন, অতিরিক্ত দারুচিনির ক্বাথ (সিনামন্ত্-টি) পান করায় একটি বালকের অস্ত্র হতে উজ্জ্বল রক্তস্রাব হয়েছিল, সেইসঙ্গে তার নাক দিয়েও রক্তপাত হয়েছিল।

রক্তস্রাব। -রক্তস্রাব শরীরের যে কোন দ্বার দিয়েই হতে পারে। রক্তস্রাব যে কারণবশতঃই হোক না কেন, যদি সেটা উজ্জ্বল লালবর্ণের হয় তবে সিনামোমাম ব্যবহার্য্য। মুখ, জরায়ু, মলান্ত্র হতেও অতিরিক্ত কোঁথ দেওয়া, আঘাত লাগা, পিছলে পড়া প্রভৃতির জন্য রক্তস্রাব হয় এবং রক্তের বর্ণ উজ্জ্বল লাল। প্রসবের পর পোয়াতীর অত্যধিক পরিমাণে রক্তস্রাবে ফলপ্রদ। প্রসব বেদনার সময় এটার কয়েক মাত্রা প্রয়োগ করলে যেমন প্রসব বেদনার বৃদ্ধি হয় তেমনি রক্তস্রাবও কমে যায়। তুলনীয়।– বেলেডোনা- উত্তপ্ত রক্তস্রাব আছে, সেটা শীঘ্র জমে যায়। মিলিফোলিয়াম – উজ্জ্বল লালবর্ণের স্রাব এবং কোনরূপ বেদনা অনুভূত হয় না। হ্যামামেলিস-এটার রক্তস্রাব কালচে। ইরিজিয়ণ-এটার রক্তস্রাবও উজ্জ্বল লালবর্ণের, একটু নড়লেই রক্তস্রাবের বৃদ্ধি। ট্রিলিয়াম – জরায়ু হতে প্রচুর পরিমাণে উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাব। ইপিকাক – যে কোন স্থান হতে উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাব, কিন্তু সেই সঙ্গে থাকে গা-বমি-বমি এবং বমি। ফেরাম ফস-রক্তাধিক্য হয়ে যে কোন স্থানের রক্তস্রাবে উপকারী, টকটকে লাল পাতলা রক্ত; মুখমন্ডল ফ্যাকাসে। ফস্ফোরাস – স্ত্রীলোকগণের ঋতুস্রাব বন্ধ হয়ে তৎপরিবর্তে ফুসফুস বা নাক হতে অধিক রক্তস্রাব অথবা সামান্য ক্ষত হতে অধিক রক্তস্রাব। সিনামোমাম – নাক, ফুসফুস, অন্ত্র হতে রক্তস্রাব অথবা স্ত্রীলোকগণের প্রসবের পরে কোন ভারী দ্রব্য উত্তোলনের পরে জরায়ু হতে রক্তস্রাব।

শক্তি।-মূল-অরিষ্ট, ৩x, ৬x, ৬, ৩০।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!