জুগ্লান্স-ক্যাথার্টিকা বা সিনারিয়া (Juglans Cathartica or Cinerea)

পরিচয়।– অন্য নাম বাটার-নাট।

ব্যবহারস্থল।-বয়োব্রণ, বক্ষঃশূল, বগলের বেদনা, উদরাময়, মাথাব্যথা, নানাপ্রকার চর্মরোগ, দাদ, ক্ষত, পৃষ্ঠফলকের বেদনা প্রভৃতি। তাঁবুতে বাসকালীন উদরাময়ে এটা বিশেষ উপযোগী। মলত্যাগের সময় খুব বেগ ও মলদ্বারে জ্বালা। বার বার প্রস্রাব, সেই সঙ্গে জ্বালা ও মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণার সাথে পাকস্থলী ও উদরে খালি খালি বোধ ও শূন্যতা বোধ। বক্ষঃশূল। মেরুদন্ডের সর্বোচ্চ ভাগ হতে সর্বনিম্ন পর্য্যন্ত সূঁচফোটান বেদনা, হেঁট হলে ডানদিকের পৃষ্ঠ-ফলক তলে সূঁচফোটান ব্যথা। স্কন্ধ ও মণিবন্ধ মধ্যে তীক্ষ্ণ বাতের বেদনা, ডানবক্ষে তীব্র বেদনা, ঐ বেদনা ডান হাত পৰ্য্যন্ত চালিত হয়। এটার রোগী একাকী থাকতে ভালবাসে। প্রচুর আহার ও নিদ্রার সুযোগ পেলে আর কিছুই চায় না, কোন বিষয়ে চিন্তা করতে ভালবাসে না (অ্যালো, ক্যান্সি, কার্বো-অ্যানি, কোব্যান্ট, কোনা)।

বৃদ্ধি।-সোপান আরোহণে এবং হেঁট হলে।

শক্তি।-মূল-অরিষ্ট, ৩x, ৬x ক্রম।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!