চেইরেন্থাস (Cheiranthus)
বধিরতা, কান হতে পুঁজ পড়া, রাত্রে নাক বন্ধ হয়ে যাওয়া, আক্কেল দাঁতের যন্ত্রণা লক্ষণে ফলপ্রদ। তুলনীয়।-রাতে নাক বন্ধ-নাক্স-ভমিকা, স্যাম্বুকাস। কানপাকা, কানে পাতলা, বিদাহী বা হাজাকর পুঁজ – আর্সেনিক, আর্সেনিক-আয়োত। দুর্গন্ধ পুঁজ-টেলিউরিয়াম, গ্রাফাইটিস, সোরিনাম, সাইলিসিয়া। তরুণ রোগে- মার্ক-সল, পালসেটিলা এবং সময়ে সময়ে টেলিউরিয়াম কাজবরী হয়ে থাকে। পুরাতন অবস্থায়-টেলিউরিয়াম, সোরিনাম, সালফার, সাইলিসিয়া ইত্যাদি উপযোগী।
বধিরতা।-টাইফয়েড প্রভৃতির কঠিন রোগের পরে -অ্যাসিড ফস, চায়না, পালস, সালফ। কোন উদ্ভেদ বসে কানের পুঁজ বন্ধ হয়ে গেলে- অরাম মেট, হিপার সালফার, সালফার। শারীরিক দুর্বলতা জন্য-চিনিনাম-সালফ, চায়না, ফস্ফোরাস।