কলোফাইলাম-থ্যালিট্রইডিস (Caulophyllum Thallictroides)
পরিচয়। অন্য নাম ব্লু-কোহস।
ব্যবহারস্থল। –স্ত্রীলোকদের নানাজাতীয় রোগে, যথা – গর্ভস্রাব আশঙ্কা, ভ্যাঁদাল ব্যথা, কৃত্রিম প্রসব বেদনা, গর্ভবিকৃতি, জরায়ুর আক্ষেপ, জরায়ুর বিকৃতি, রজঃরোধ, বাধক ও বন্ধ্যাত্ব, ডিম্বাধারের স্নায়ুশূল, গর্ভিণীর নানাবিধ উপসর্গ, বাত বা সন্ধিবাত, স্তনের নিম্নপ্রদেশে স্নায়বিক বেদনা ইত্যাদি।
প্রদর্শক লক্ষণ।-প্রসব বা বাধকের বেদনা স্থায়ী নয়, থেমে থেমে নীচের দিকে চাপ দেয়। এটা প্রসব-বেদনা বাড়াইয়া দেয় ও সত্বর প্রসব করিয়ে দেয়। কৃত্রিম প্রসব-বেদনা। প্রসবের পরবর্তী যন্ত্রণা। লোকিয়া-স্রাব দীর্ঘকাল চলতে থাকে। জরায়ুর হীনবলতার জন্য গর্ভপাতের উপক্রম। জরায়ু রোগের জন্য স্ত্রীলোকদের চামড়ায় কাল দাগ বা অন্য রঙের দাগ, বিশেষতঃ মুখে। ক্ষুদ্র গ্রন্থির বাত। বেদনার সাথে তড়কা, রোগী হীনবলতার অনুভব করে। প্রসবের পর ফুল পড়ে না, ব্যথা, হিষ্টিরিয়া, জরায়ুর স্থানচ্যুতি, হীনবল। শ্বেত-প্রদর, স্রাব যেখানে লাগে সেখানে জ্বালা করে, শরীর খুব হীনবল, বাধকবেদনার সঙ্গে হিষ্টিরিয়া। কৃত্রিম গর্ভ।
মন।-রোগিণী অল্পেই উত্তেজিত হয়ে পড়ে। বক্ষঃমধ্যে গুরু গুরু কম্পন অনুভব করে, কিন্তু বের হতে দেখা যায় না।
হিষ্টিরিয়া-জরায়ুর রোগের জন্য মৃগী, হিষ্টিরিয়া। বাধকবেদনার সাথে হিষ্টিরিয়া। রক্তহীন, দুর্বল, কপালে কাল কাল দাগ। প্রচুর হড়হড়ে শ্বেত-স্রাব। মাসিক ঋতু খুব তাড়াতাড়ি হয় এবং পরিমাণে খুব অল্প। ঋতুকালে অত্যন্ত যন্ত্রণা। যোনিপথে প্রচুর শ্লেষ্মাবৎ প্রদরস্রাব।
শিরঃরোগ।-রোগিণীর বাতজনিত মাথায় যন্ত্রণা হয়। উভয় রগে হতে হতে নিষ্পেষণবৎ বেদনা, যেন মাথাটি চেপ্টা হয়ে যাবে।
প্রসববেদনা।-পালসেটিলা ও কলোফাইলামকে স্ত্রীলোকদের পরমাত্মীয় বলা চলে। এতে প্রসব কালে জরায়ুর মুখ খুব শীঘ্র প্রশস্ত হয় না, সেজন্য অনেকক্ষণ ধরে প্রসববেদনা, বেদনা সবিরাম অর্থাৎ হতে হতে আসে। ডাঃ হেল বলেন – অনিয়মিত প্রসববেদনা, নিস্তেজ প্রসববেদনা এবং জরায়ুর মুখ শীঘ্র শীঘ্র প্রশস্ত না হলে এই ঔষধের ৩x বা ২x ক্রম বারংবার প্রয়োগ কর্তব্য। ফ্যারিংটন বলেন -বেদনা স্বাভাবিক ভাবে আরম্ভ হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লে এই ঔষধে রীতিমত বেদনা হয়ে প্রসব হয়। সুপ্রসবের জন্য গর্ভবতীকে এই ঔষধ ৭ম কি ৮ম মাস হতে মাঝে মাঝে ২/১ মাত্রা সেবন করালে সুপ্রসব হওয়ার সম্ভাবনা। সদৃশ ঔষধ – বেলেডোনা- জরায়ুমুখ শক্ত, বেদনাযুক্ত, উত্তপ্ত, শুষ্ক। জরায়ুমুখের আক্ষেপিক সঙ্কোচন। বেদনা হঠাৎ উপস্থিত হয় এবং হঠাৎ শুকিয়ে যায়। সিমিসিগা-বেদনার সময়ে কম্প এবং মূৰ্চ্ছার ভাব, ভয়ে কম্প হলেও সেটা ব্যবহৃত হয়ে থাকে। জেসিমিয়াম – জরায়ুমুখের কাঠিন্য এই ঔষধে বিশেষভাবে নির্দিষ্ট। নাক্স ভমিকা- অনিয়মিত বেদনা, যাহার জন্য সন্তান এগোতে পারে না। প্রতিবার বেদনার সঙ্গে সঙ্গে বাহ্যে বা প্রস্রাবের বেগ হয়। পালসেটিলা- অনিয়মিত বেদনা, কখনও কম কখনও বেশী আবার কখনও মোটেই থাকে না। বেদনার জোর না থাকায় জরায়ুমুখ খোলে না। প্রসূতি মুক্ত হাওয়া চায়। বায়োকেমিক কেলি-ফস ৩x সর্বপ্রকার প্রসব বেদনাতেই উপযোগী, এটার (muijaus) F।PSTP প্রয়োগ প্রায় অমোঘ, ব্যর্থ হয় না।
গর্ভপাত। জরায়ু-পেশীর শিথিলতার জন্য গর্ভপাত হওয়ার উপক্রম (ভাইবার্ণাম-অপু, ভাইবার্ণাম-প্রুণি); রক্তহীনতা ও অত্যধিক বিষণ্নতার জন্য গর্ভপাতে- হেলোনিয়াস, প্রথম মাসে গর্ভপাত হলে -এপিস-মেল; দ্বিতীয় কিম্বা তৃতীয় মাসে গর্ভপাত হলে -এপিস, সিমিসিগা, ক্রোকাস, স্যাবাইনা; পঞ্চম হতে সপ্তম মাসে – সিকেলি, অরাম-মি-নেট্র, সিপিয়া; বার বার গর্ভপাত প্রবণতা দূর করতে-সিলিকা, অরাম মেট, জিঙ্কাম-মেট; আঘাতাদির পর গর্ভপাত হলে আর্ণিকা, ফেরাম-ফস।
বাধকবেদনা।–বাধকের বেদনা আক্ষেপিক। ঋতুর সময় পেটে ভয়ানক বেদনা হয়; বেদনা সঙ্কোচক প্রকৃতির। কলোফাইলামের বেদনা সবিরাম এ কথাটি কিন্তু সদাই মনে রাখতে হবে। তুলনীয়। – ম্যাগ ফস-বাধকবেদনায় আক্ষেপ কমাইতে এটা অদ্বিতীয় ঔষধ। জ্যান্থজাইলাম— তীব্র বাধকবেদনা। অ্যামন-কার্ব-এতে ঋতু ঠিক সময়ের আগে প্রকাশ পায়। ঋতুর আগে প্রায় কলেরার মত লক্ষণ দেখা যায়।
রক্ত ও শ্বেতপ্রদর।-প্রদরকালীন জরায়ুতে যে বেদনা হয় তা সবিরাম এবং রক্তস্রাবও সবিরাম প্রকৃতির। জরায়ুর হীনবল জনিত রক্তস্রাব এবং ঐ রক্ত তরল ও কাল। প্রসবের পর বা গর্ভপাতের পর জরায়ুর সম্পূর্ণভাবে সঙ্কুচিত না হয়ে প্রচুর রক্তস্রাব হলে উপযোগী। শ্বেতপ্রদর, অত্যধিক শ্লেষ্মাযুক্ত, যেখানে লাগে হেজে যায়। ডাঃ হেলমাথ বলেন-জরায়ুর নানাবিধ রোগে বা অনিয়মিত ঋতুস্রাব জনিত স্ত্রীলোকদের মুখমন্ডল বিবর্ণ হলে ও পীতবর্ণ জটুল জন্মিলে এটা প্রয়োজনীয়। শিশুদের প্রদরস্রাবে এটা ক্যাল্কেরিয়া-কার্বের তুল্য।
বাত।– বাতের বেদনা ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধি – যথা, মণিবন্ধ ও অঙ্গুলীসন্ধিতে হয়। বেদনা এদিক- সেদিক করে ঘুরে বেড়ায়, বিশেষতঃ স্ত্রীলোকদের। ঘাড় শক্ত হয়ে থাকে, গোয়ান যায় না। কোমরে ব্যথা, নানাস্থানে ঘুরে বেড়ায়। দারুণ যন্ত্রণা, হাতের কব্জি ও আঙ্গুলে যন্ত্রণা। বাতে গাঁটগুলি ফোলে। জরায়ুর কোন রোগের সাথে বাত। বাতজনিত মাথাধরা। অনেক সময় হাঁপানি ও বাত পালাক্রমে হয়। ডাঃ লডলাম বলেন -কলোফাইলাম পুরুষ অপেক্ষা স্ত্রীলোকদের সন্ধিবাতেই বেশী ব্যবহৃত হয়। চলাফেরা করার সময় রোগিণীর সন্ধিতে মট্ মট্ শব্দ। চলবার কালে, কোমরে শব্দ- সাঙ্কার। চলবার কালে গ্রীবার হাড়ে শব্দ হয় -ককিউলাস, পালসেটিলা, ষ্ট্যানাম। বাহুসন্ধি হতে শব্দ হলে – চিনিনাম-সাঙ্ক, মার্কুরিয়াস, অ্যান্টিম টার্ট, থুজা। জানু ও নিম্নপদের সন্ধিসকল মট্ট্ করে -ককিউলাস, নাক্স, লেডাম, ট্যাবেকান। गा
কলোফাইলামের মত স্যাবাইনাতেও ঋতুস্রাবের সত্তি সন্ধিতে বেদনা আছে। প্রভেদ- কলোফাইলামের রোগিণীর সমস্ত আঙ্গুলি হতে মণিবন্ধে বেদনা, আর স্যাবাইনার কেবল কব্জিতে ও বুড়ো আঙ্গুলের সন্ধিতে। ভায়োলা-ওডোরেটা কেবল ডান হাতের কব্জিতে বাতের বেদনা; আঙ্গুল আক্রান্ত হয় না। অ্যাকটিয়া-স্পাইকেটা-হাতের ও পায়ের ছোট ছোট সন্ধির বাত, চুপচাপ থাকলে বেদনা হয় না, চলে বেড়ালে বৃদ্ধি ! সিমিসিফিউগা-এটাতেও বড় মাংসল পেশীতে বাতের আক্রমণ হয়।
জরায়ু-চ্যুতি। সাধারণতঃ শরীরের পুষ্টির অভাব, দুর্বলতা ইত্যাদি কারণেই হয়। হেলোনিয়াস, অ্যালিট্রিক্স প্রভৃতিতে রক্তশূন্যতার জন্য জরায়ু-চ্যুতি হয়। জরায়ু-চ্যুতির শ্রেষ্ঠ ঔষধ-সিপিয়া ও লিলিয়াম-টিগ)।
তুলনীয়। – বেদনায় – জেলসিমিয়াম সমতুল্য প্রসব বেদনায় – পালসেটিলা তুল্য; শ্বেত-প্রদরে (ছোট মেয়েদের)- ক্যাল্কেরিয়া-কার্ব সদৃশ; জরায়ুর আক্ষেপ-ম্যাগ-ফস ও ম্যাগ-মিউর তুল্য; বাতরোগে অ্যাকটিয়া-স্পাই, স্যাবাডিলা, ভায়োলা-ওডোরেটা সমতুল্য।
বৃদ্ধি।-খোলা হাওয়ায়; কফি পানে।
শক্তি।-১x, ৩x, ৬x, ৩০, ২০০।