ক্যাস্টোরিয়াম (Castoreum)

পরিচয়।-এটার অন্য নাম ‘দি-বিভার’।

ব্যবহারস্থল।-মূৰ্চ্ছাবায়ু রোগে। অত্যন্ত হীনবল এটার বিশেষ লক্ষণ (কার্লস-বাড)। যে সকল দুর্বলতা স্নায়বিক রমণী টাইফয়েড বা অন্য কোন দৌর্বল্যকর রোগের পরে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে না, এবং কোপন-স্বভাবা রমণীর রোগে অত্যন্ত অবসাদক ঘাম হতে থাকলে উপযোগী। হীনবল, অনবরত হাইতোলা, দিবান্ধতা, আলোক মোটেই সহ্য করতে না পারা, অস্থির নিদ্রা, ভীতিপূর্ণ স্বপ্ন দেখে চমকানি প্রভৃতি পরিচায়ক লক্ষণ। মূৰ্চ্ছাবায়ুর আক্রমণকালে নিম্নোদর হতে একটা কৃত্রিম গোলাকার পদার্থ উপরে উঠে থাকে। উদরাময় বা অজীর্ণ রোগীর মুখে ভয়ানক দুর্গন্ধ, জিহবার মধ্যস্থলে একটি মটরকলাই-এর মত গোলাকার স্ফীতি।

নিদ্রা।– মাতাপিতার মৃত্যুর স্বপ্ন, চোর-ডাকাত তার মাতাকে আক্রমণ করছে এরূপ স্বপ্ন দেখে।

বৃদ্ধি।– সন্ধ্যাকালে; চলাফেরার সময় ও সকালে।

হ্রাস। -উপুড় হয়ে শুয়ে থাকলে; শরীর ঘষিয়া দিলে; আচ্ছাদনে।

শক্তি।-মূল-আরক হতে ৩০ শক্তি।

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!