ক্যাষ্টর-ইকুই (Castor Equi)

পরিচয়।- ঘোড়ার পায়ের গ্যাঁজ হতে এই ঔষধটি প্রস্তুত হয়। ডাঃ বার্নেট ইহাদ্বারা বহু কপালের আঁচিল আরোগ্য করেছেন।
ব্যবহারস্থল। -মৃগী, কটিবাত, স্তনে ক্ষত ও আঁচিল। হেরিং বলেন-পোয়াতির স্তনবৃন্ত ফেটে ক্ষত ও বেদনা, স্তন ফুলে উঠে চুলকান ও আঁচিল লক্ষণে উপকারী। উদরাময়েও ইচ্ছা একটি ভাল ঔষধ – মল প্রবলবেগে ও উচ্চশব্দে বের হয়। আঁচিলে ক্যাষ্টর-ইকুই থুজার সমতুল্য ঔষধ।

শক্তি।৬, ১২, ৩০।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!