ক্যাষ্টেনিয়া-ভেস্কা (Castanea Vesca)

পরিচয়।-চেষ্ট-নাট।

ব্যবহারস্থল। – হুপিং-কাশি ও উদরাময়। হুপিং-কাশির প্রথমাবস্থায় আক্ষেপিক কাশি, সেইসঙ্গে প্রবল পিপাসা ও রোগীর গরম পানি পান করার ইচ্ছা।

উদরাময় রোগে হঠাৎ সাংঘাতিক মলবেগ, তলপেটে অত্যন্ত বেদনা ও হুড়হুড় গুড়গুড় শব্দ। ইলাটেরিয়াম-জ্যাট্রোফা পেটে বেদনা, কামড়ানি, মল সজোরে বের হয়। মলত্যাগের আগে গড়গড় শব্দ সঙ্গে থাকলেই বেগ। তোড়ের সঙ্গে মলত্যাগ করে। নাক্স ভমিকা – মলত্যাগের আগে পেটে বেদনা, পরে থাকে না। মল ফ্যাকাসে পীতবর্ণের, ঐসঙ্গে ছোট ছোট টুকরার মত পদার্থ বের হয়। মলত্যাগের পর বেদনার উপশম।

তুলনীয়। -হুপিং-কাশিতে ক্যাষ্টেনিয়া-ভেঙ্কা-প্রথমাবস্থায় অত্যন্ত আক্ষেপিক কাশিতে উপকারী। সিনা-কাশতে কাশতে বুকে শিশু শক্ত হয়ে যায়, গলার ভিতরে ঘড়ঘড় শব্দ হয়। কক্সিনেলা -আক্ষেপযুক্ত কাশি প্রবল। হাসির নিবৃত্তি হলেই মুখ দিয়ে হড়হড়ে লালা নিঃসরণ। ড্রসেরা রাতে শয়নের পরে বৃদ্ধি, কুকুরের ডাকের শব্দের মত শব্দবিশিষ্ট কাশি, কাশির ধমকে শিশুর বমি ও মলত্যাগ করে। হুপিং-কাশির একটি বিশিষ্ট ঔষধ। মিফাইটিস – রাতে শুইলে কাশির বৃদ্ধি, কাশির পরে হুপ শব্দ এতে বেশ স্পষ্ট অনুভূত হয়। কক্কাস-সকালে নিদ্রাভঙ্গের পরে কাশি বাড়ে। কাশতে কাশতে বুকে বমি হয়, শ্লেষ্মা মুখ দিয়ে দড়ির মত লম্বা হয়ে বের হয় (কেলি- বাইক্রমের মত)। কিউপ্রাম-মেট-আক্ষেপিক কাশি, অনেকক্ষণ ধরে কাসে, দমবন্ধ মত হয়, শরীর শক্ত হয়ে যায়। কিউপ্রাম-সাল্ক-রাতে বৃদ্ধিযুক্ত অনবরত আক্ষেপিক কাশি।

শক্তি।– মূল-অরিষ্ট, ১x, ৩, ৬ ক্রম।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!