ক্যাস্কারিলা (Cascarilla)
পরিচয়।– সুইট-বার্ক।
ব্যবহারস্থল।-রক্তহীনতা, মলদ্বারপথে রক্তস্রাব, কোষ্ঠকাঠিন্য, কাশি, উদরাময়, শোথ, রক্তোৎকাস, ম্যালেরিয়া জ্বর এবং পাকাশয়ের নানাপ্রকার উপসর্গে ব্যবহৃত হয়। রোগী বার বার ঢেঁকুর ভুলে ও খাওয়ার পর পুনরায় তার ক্ষুধা পায়। এটার রোগী তামাকের গন্ধ সহ্য করতে পারে না। প্রতি পদক্ষেপে পাকাশয়যন্ত্রে বেদনা, গরম পানি পান করলে উপশম হয়। কোমরে বেদনা আরম্ভ হয়ে উদরাময় হয়। উদরাময় অপেক্ষা কোষ্ঠকাঠিন্যেই এটা অধিকতর নির্দিষ্ট। মল কঠিন, শুষ্ক ও শ্লেষ্মাবৃত।
শক্তি।– ১x, ২x, ৩ x।