ক্যাস্কারা-স্যাগ্রাডা (Cascara Sagrada)
পরিচয়।-রামন্স-পূসিয়ানা।
ব্যবহারস্থল। -এই ঔষধটি কোষ্ঠকাঠিন্যসহ তরুণ ও পুরাতন পেশীবাত বা সন্ধিবাত রোগে বিশেষ উপযোগী। এই ক্ষেত্রে প্রতি মাত্রায় ১০/১৫ ফোঁটা ঔষধ প্রযোজ্য। পাকাশয়ের দোষের সাথে শিরোবেদনা, ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হয় প্রভৃতি লক্ষণেও উপযোগী।
তুলনীয়।-ব্রাইওনিয়া, অ্যালুমিনা, নাক্স ভমিকা, ফাইটোক্কা।
শক্তি।-৪, ১x, ৩x, ৬x শক্তি ব্যবহার্য।