ক্যারিকা-পেপেয়া (Carica Papaya)

পরিচয়। পেঁপে।

ব্যবহারস্থল।-যকৃৎরোগ, অজীর্ণ, ইনফ্লুয়েঞ্জা, প্লুরিসি, শোথ, আমবাত, সন্ধিবাত প্রভৃতি। দেহের বাম দিকেই বিশেষভাবে ক্রিয়া করে। যকৃৎ ও প্লীহা এটার প্রধান ক্রিয়াস্থল। যকৃতে রক্ত সঞ্চয়, বেদনা, ক্ষতবোধ ও ন্যাবা রোগে বিশেষ উপযোগী। পুরাতন ম্যালেরিয়ায় যখন প্লীহা আক্রান্ত হয়, রক্ত-বমন হতে থাকে, তখন ক্যারিকা-পেপেয়া ব্যবহার্য্য। অজীর্ণ রোগে রোগী যা খায় তাই বমি করে তুলে ফেলে। যকৃতের দোষের জন্য রক্তস্রাব বা বহুব্যাপক সর্দি হলে এটা ব্যবহার্য্য। রোগী ক্রমে ক্রমে শীর্ণ হতে থাকে। ঋতুর আগে ও সময়ে রোগিণী কাতর হয়ে পড়ে এবং মর্দন করলে উপশম বোধ করে। ফুসফুসের রোগে বুকের নিম্নে সূঁচফোটানবৎ বেদনা, ঐ বেদনা নড়াচড়ায় ও ভ্রমণে বৃদ্ধি। হাঁপানির মত শ্বাস-প্রশ্বাস। প্রস্রাব হলুদবর্ণের বা মোমের মত। রোগীর মনোবৃত্তিসকল খুব প্রবল; অনেকক্ষণ লেখাপড়া করলেও ক্লান্তি বোধ করে না। পড়াশুনা করতে খুব ভালবাসে। ঘুমের ভিতর নৌকাডুবি, আগুনলাগা, বন্দুকের গুলির আঘাতের স্বপ্ন দেখে। দণ্ডমূল, ঠান্ডা পানিতে বাড়ে। আহার করলে বমির বৃদ্ধি। বিছানার গরমে চুলকানির বৃদ্ধি। বেদনার স্থান ঘষিলে উপশম।

শক্তি। মূল অরিষ্ট হতে ৩x পৰ্য্যন্ত।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!