কাৰ্ব্বোনিয়াম-অক্সিজেনিসেটাম (Carboneum Oxigenisatum)

পরিচয়।-এটার অপর নাম কার্বন-মনক্সাইড।

ব্যবহারস্থল। – ধনুষ্টঙ্কার, মৃগী, মূর্খা প্রভৃতি আক্ষেপিক রোগ। মাতালের মত অবস্থা, দীর্ঘকাল স্থায়ী নিদ্রালুতা, শরীরের কোন কোন স্থান অসাড় হয়ে যাওয়া প্রভৃতি। এতে সায়েটিকা স্নায়ুতে ফোস্কা উঠে, ফোস্কাগুলি দেখতে অনেকটা হার্পিস-জোষ্টারের মত। রোগীর ভাবটি অনেকটা বোকার মত, কিন্তু বায়ু সেবন করতে তীব্র আকাঙ্ক্ষা। রোগীর বড়ই মাথা ঘুরে, মাথায় যন্ত্রণাও হয়, বেদনায় স্থিরদৃষ্টি ও চৈতন্যহীন হয়ে পড়ে।

মৃগী বা ধনুষ্টঙ্কার।– মুখমন্ডল রক্তহীন ফ্যাকাসে, সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ অসাড়, সন্ধিগুলি আড়ষ্ট। লোহার সিক পোড়াইয়া শরীরে সামান্য ছোঁয়াইলে সঙ্গে সঙ্গে চেতনা ফিরে আসে। রোগীর প্রতি পাঁচ মিনিট অন্তর আক্ষেপ হয়ে চেতনা লোপ হয় ও কথা বলবার শক্তি চলে যায়, মাথা পিছনের দিকে ঝুলে পড়ে। স্পর্শে ও থা বললে পুনরায় মূৰ্চ্ছা হয়।

তুলনীয়।-বেল, সাইকিউটা, হায়োসা, ষ্ট্যান।

শক্তি। – ১x, ২x, ৩x শক্তি ‌।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!