ক্যাম্ফর-মনোব্রোমেটা (Camphor Monobromata)
পরিচয়। মনোব্রোমাইড-অভ-ক্যাম্ফার।
ব্যবহারস্থল।-শিশু-কলেরায় বিশেষ কাজ করে। স্নায়বিক উত্তেজনা এবং পেশীয় আকুঞ্চন প্রবণতা এটার প্রধান লক্ষণ; শিশুদের তড়কায়, কম্পনে এবং পক্ষাঘাতাদিতে ফলপ্রদ। রমনীদের স্তনদুধের অল্পতা এবং পুরুষদের শুক্রবহা-নাড়ী উত্তেজিত হয়ে বার বার স্বপ্নদোষ হওয়া। স্নায়ুমন্ডলীর বিকৃতিবশতঃ দিগ্ভ্রম হয়, রোগী উত্তরকে ডান এবং পূর্বকে পশ্চিম বলে ভুল করে। পর্যায়ক্রমে হাসি ও কান্না। মৃগী রোগ। জননেন্দ্রিয়ের শিথিলতা, রমণ-শক্তির হ্রাস। রাত্রে অজ্ঞাতসারে প্রস্রাব।
তুলনীয়।– গাঢ় নিদ্রার ভিতর প্রস্রাব – বেলেডোনা। প্রথম নিদ্রায় প্রস্রাব – সিপিয়া। ক্রিমির জন্য প্রস্রাব -সিনা। শিশুর শীঘ্র নিদ্রাভঙ্গ হয় না অথচ প্রস্রাব করে-ক্রিয়োজোট। শিশুর গাঢ় নিদ্রার ভিতর প্রস্রাব -কেলি-ব্রোম।
শক্তি।-ডাঃ কুপার এটার ৩x চূর্ণ ব্যবহার করতে বলেন। সাধারণতঃ ৩০, ২০০ বা তদূর্দ্ধ শক্তি ব্যবহৃত হয়।