ক্যালকেরিয়া-সিলিকেটা (Calcarea Silicata)

পরিচয়।-এটার অপর নাম সিলিকেট-অভ্-লাইম।

ব্যবহারস্থল। -দুর্বলতা, সর্বদা শীত শীত বোধ, কিন্তু অতিরিক্ত উত্তাপে অসুস্থ বোধ, চোখের শ্বেতাংশে ক্ষত, গন্ডমালা দোষ, রসবাত, শীর্ণতা (বিশেষতঃ শিশুদের) ও নানাপ্রকারের ক্ষত রোগে কাজ করে। এটা ব্যতিরেকে যে সকল স্থলে সাইলিসিয়া দ্বারা কোন উপকার হয় না, সেই সকল ক্ষেত্রে ঔষধ দ্বারা বিশেষ উপকার পাওয়া যায়।

রোগী কিছুই মনে রাখতে পারে না, এমন-কি নিজেকেও নিজে বিশ্বাস করতে পারে না, ক্রমেই যেন ছোট হয়ে আসে। রোগীর ঠান্ডা বাতাস সহ্য হয় না, বায়ুনলীর পুরাতন ইরিটেসন, হলুদবর্ণের শ্লেষ্মাস্রাব।

শক্তি।-৬, ১২, ৩০ ক্রম; কখন কখনও উচ্চশক্তি ব্যবহৃত হয়।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!