ক্যালকেরিয়া হাইপোফস্ফোরোসা (Calcarea Hypophosphorosa)

পরিচয়।-এটার অপর নাম হাইপোফস্কেট-অভ-লাইম।

ব্যবহারস্থল। নির্বাচিত ঔষধ প্রয়োগ করেও যখন পুঁজসঞ্চয় নিবারণ করা যায় না এবং সঞ্চিত পুঁজ কিছুতেই শোষিত হয় না; তখন এই ঔষধ প্রযোজ্য। বড় বড় ফোঁড়া হাড় আক্রমণ করার উপক্রম করে। হাঁপানি, দন্তশূল, ধমনীর নানাপ্রকারের রোগ, রক্তাধিক্য, পক্ষাঘাত, শিরঃরোগ, অত্যধিক হাম প্রভৃতি লক্ষণেও কাজ করে। মস্তকের সম্মুখ, পশ্চাৎ ও শীর্ষদেশে অত্যধিক বেদনা ও ভারবোধ, সেজন্য মানসিক অবসাদ; বাহু, হস্ত, গ্রীবা ও মস্তকের শিরাসকল দড়ির মত ফুলে যায়। সমস্ত শরীরে অত্যধিক ঘাম হয়।

ক্যাম্ফে-হাইপোফস জানুসন্ধির চারিধারে স্ফোটক, পায়ের দীর্ঘ অস্থির (টিবিয়া) ক্ষত রোগে ফলপ্রদ।

শক্তি।– ২x, ৬x, ১২x ও ৩০।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!