ক্যালকেরিয়া অ্যাসেটিকা (Calcarea Acetica)

পরিচয়।-অপরিষ্কৃত চুণ।

ব্যবহারস্থল।ডাঃ ক্লার্ক বলেন – এটা গুহ্যদেশের চুলকানি, ডিফথিরিয়া, ক্যান্সারের বেদনা, বাধক, মাথা ঘোরা ইত্যাদিতে কাজ করে। এটার ক্রিয়া অনেকটা ক্যাল্কে-কার্বের মত। কৃত্রিম ঝিল্লী জন্মান এই ঔষধের একটি প্রধান লক্ষণ। ক্যান্সার রোগের অসহ্য যন্ত্রণা দূর করে বলে এটার যথেষ্ট সুখ্যাতি আছে। গৃহের বাহিরে চলাফেরা করলে রোগীর মাথা ঘুরায়। অধ্যয়নকালে দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি লোপ পায়। মুখের আস্বাদ টক। মাথার ভিতর ঠান্ডাবোধ ও শূন্যভাব। এক চক্ষে ও শরীরের একদিকে বেদনা হয়। আধ-কপালে মাথাধরা, সেইসঙ্গে মুখে টক স্বাদ ও মাথা শীতল

রোগীর মহা ভাবনা যেন সে কত অপরাধ করেছে, সদাই অমঙ্গলের কথা ভাবে। বার বার হিক্কা হয়। কাশি, হিক্কা ও বুক-জ্বালার জন্য রাত্রে ঘুম ভেঙে যায়। ভীষণ অস্লোগার। বায়ুনলী-প্রদাহ; বায়ু-নলীতে কৃত্রিম পর্দা জমা; বায়ুনলীর ভিতর অধিক ঘড়ঘড় করা। বার বার প্রস্রাব হয়, প্রস্রাব ধরে রাখলে প্রস্রাবের ভিতর ঘোলা দ্রব্য দেখা যায়। যোনির বাহিরে প্রবল চুলকানি থাকে এবং যোনির ভিতর কৃত্রিম ঝিল্লী উৎপাদিত হয়ে নানারূপ রোগের সৃষ্টি হয়। বাধক স্রাবে মাংসের কুঁচা দেখা যায়।

ঘুমের ভিতর ঝগড়া ও বিষাদপূর্ণ স্বপ্ন দেখে, মৃত ও পীড়িত ব্যক্তির স্বপ্ন দেখে। শ্বাসকষ্ট, মাথা পিছনে ঝুলাইলে উপশম।

শক্তি। – ১x, ৩x, ৬x বিচূর্ণ; ১২, ৩০ ক্রম।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!