বুচু (Buchu or Barosma)
ব্যবহারস্থল। -মূত্রস্থলীর রোগ শ্বেত-প্রদর পুরাতন গণোরিয়া পিত্ত-শীলা। প্রধান লক্ষণ- জননেন্দ্রিয়ের গ্রীবাদেশে চুলকানি সহ অসাড়ে মূত্রত্যাগ। এমন লক্ষণ স্ত্রীলোকদের হলে- কোপেবা। দিনের বেলায় অসাড়ে প্রস্রাব -ফেরাম-ফস; নিদ্রিতাবস্থায় অসাড়ে প্রস্রাব -সেনেগা। কাশি বা হাঁচির সময় প্রস্রাব – কষ্টি স্কীলা ভেরেট্রাম। স্ত্রীলোকদের মূত্রাশয়ের রোগের সাথে শ্বেতপ্রদরে বুচু আভ্যন্তরীণ ও বাহ্যিক ভাবে প্রযোজ্য। ইন্দ্রিয়সেবীদের রেতঃকোষ হতে অত্যধিক স্রাব হলেও উপকার হয়।
শক্তি।–মূল-অরিষ্ট অথবা ১x ও ২x ক্রম ২/৪ ফোঁটা মাত্রায়।