ব্র্যাকিগ্লটিস–রিপেন্স (Brachyglotis Repens)
পরিচয়। এটা নিউজিল্যান্ডদেশীয় “পিউক পিউক” নামক ফুলের গাছ।
ব্যবহারস্থল। ক্রিয়া মূত্রগ্রন্থির উপর। মূত্রগ্রন্থির ভিতর অত্যন্ত বেদনা বোধ, মূত্রস্থলীর গ্রীবাদেশে অত্যন্ত ব্যথা ও নিষ্পষণ বোধ, মূত্রনলীতে ক্ষতবোধ। মূত্র লালাময়। রোগী মনে করে তার বুকে, পেটে ফড়ফড় শব্দ হচ্ছে বা কোন দ্রব্য নড়ে বেড়াচ্ছে। যারা অতিরিক্ত কলম চালনা করে তাদের আক্ষেপ অর্থাৎ হাতের আঙ্গুলের আড়ষ্টতা। আর্জেন্টাম-মেট লেখকদের আঙ্গুলের কম্পন। ষ্ট্যানাম – লেখকদের আঙ্গুলের খিঁচুনি, লিখিতে আরম্ভ করলে, যেন ধাক্কা মারে, আঙ্গুল সরেযায়। টাইপরাইটারদের পক্ষাঘাত। লোলিয়াম – হাত এবং আঙ্গুলের পক্ষাঘাত, রোগী গ্লাস ধরতেও পারে না, লিখিতে অক্ষম।
শক্তি।-৩x, ৬x ক্রম।