বোথ্রন্সল্যান্সিয়োলেটাস (Bothrops Lanceolatus)

পরিচয়।-এক জাতীয় হলুদবর্ণের সাপ।

ব্যবহারস্থল।-দিবান্ধতা, অন্তধত্ব, পচনশীলক্ষত, জিহবার পক্ষাঘাত বাকশক্তি রোধ, ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে বেদনা, তার হাত-পা ফুলে তিনগুণ মোটা হয়। অর্দ্ধাঙ্গের পক্ষাঘাত প্রভৃতি ক্ষেত্রে উপযোগী।

প্রদর্শক লক্ষণ।– থ্রম্বোসিস্ বা সমাবরোধন এবং তজ্জাতীয় রোগ এবং উপসর্গ-হৃৎপিন্ড এবং ফুসফুসীয় ধমনীতে রক্ত জমাট (clot of blood) বাঁধিয়া যে সকল উপসর্গ উৎপন্ন হয়, তাহলে বোথ্রস বিশেষ উপযোগী হয়ে থাকে। দুষ্ট ক্ষত (septic ulcer) শবব্যবচ্ছেদজনিত এবং পচনশীল (gangrenous) ক্ষত। এচিনেসিয়া এবং ল্যাকেসিস-এর সাথে তুলনীয়। রক্তভেদ এবং রক্তবমন। শরীরের যে-কোন দ্বার দিয়ে রক্তস্রাব হয় (ক্রোটেলাস-এর সাথে তুলনীয়)। স্নায়বিক কম্পন (nervous trembling); শরীরের নানাস্থানে কাল দাগ।

চোখের অসুখ। -দিবান্ধতা, সূর্য্যোদয়ের পর হতে রোগী কিছুই দেখতে পায় না, চোখ দিয়ে রক্তস্রাব হলেও এটা বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে। রেটিনা বা অক্ষিপট (আলো-কাচ) মধ্যে রক্তস্রাবে অন্ধত্ব প্রকাশ পেলে উপযোগী। রেটিনা, চোখের স্নায়ু অথবা মস্তিষ্কের অসুস্থতা হেতু তিমির-দৃষ্টি রোগ (amaurosis)।

মুখমন্ডল। থমথমে এবং স্ফীত।

গলদেশ।-লাল, শুষ্ক, সঙ্কুচিত। গিলতে কষ্ট, তরল দ্রব্য গিলতে পারে না।

পাকস্থলী। -রক্ত-বাহ্যে এবং রক্ত-বমি (রোগের সাংঘাতিকতা), আসাই এবং ক্রোটেলাস স্মরণীয়। পেটফাঁপা।

চর্ম।-ফুলো, সীসকবর্ণ বা কালসিটের মত রং। লসিকাগ্রন্থিসকল স্ফীত। মারাত্মক বিসর্প রোগ। বৃদ্ধি।-ডানদিকে।

সম্বন্ধ।-টক্সিকোসিস (মকোসিন সর্প) এই সর্পে কামড়ালে প্রতি বৎসর জ্বর এবং বেদনার পুনরাবৃত্তি হয় (recur), সময়ে সময়ে প্রথম লক্ষণাবলীর তিরোধান সহ স্থান পরিবর্তন করে। দংশনের পরে চর্মের অস্বাভাবিক শুষ্কতা প্রকাশ পায়। সময়ে সময়ে স্নায়ুশূল এবং শোথ দেখা দেয়। বেদনা একস্থান হতে অন্যস্থানে চালিত হয়।

ট্রাকিনাম-(হুলবিশিষ্ট একপ্রকার মাছ), অসহ্য বেদনা, স্ফীতি, তরুণ রক্তদুষ্টি, গ্যাংগ্রীন বা পচা ক্ষত।

শক্তি।–৩x, ৬x, ৩০।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!