বার্ব্বেরিস–অ্যাকিউফোলিয়াম (Berberis Aquifolium)
ব্যবহারস্থল। নানাবিধ চর্মরোগ, গৌণ উপদংশ রোগ, শ্বাসনলীর সর্দি, শিরঃরোগ, শ্বেত- প্রদর, পিত্তদোষ প্রভৃতি ক্ষেত্রে উপযোগী। মূত্র ও ঋতুসম্বন্ধীয় গোলযোগসহ যকৃৎ ও বাতদুষ্ট রোগী।
ক্রিয়াস্থল। শিরঃরোগের রোগী মনে করে তার কাণের উপরিভাগে একটি বন্ধনী বাঁধা আছে (ইথীয়, অ্যানা, লোবেলিয়া)। পিত্তাধিক্য বশতঃ শিরঃরোগ। নানা জাতীয় চর্মরোগ। স্ত্রীলোকদের মুখমন্ডল কর্কশভাব ও অমসৃণ। মুখে ব্রণ তা শুষ্ক ও শক্ত। মুখের অর্বুদ। সর্বাঙ্গে একজিমা ও ব্রণ সেটা কর্কশ এবং ব্যথাযুক্ত।
শক্তি।-মূল-অরিষ্ট ১x, ৩x ক্রম।