বেটোনিকা (Batonica Officinalis)
ব্যবহারস্থল। – ডান শঙ্খাস্থিতে সূঁচ-ফোটান বেদনা রোগী বেদনার জন্য কোন কাজেই মনঃসংযোগ করতে পারে না। যকৃৎস্থানে ডান কুঁচকিতে পিত্তকোষে শুক্রবহা রজ্জুতে মণিবন্ধ সন্ধিতে ডানজানুতে ঐরূপ চিড়িকমারা সূঁচ-ফোটান বেদনা; বেদনাগ্রস্ত স্থানটি অবশ হয়ে যায়। ডানদিকের ঔষধ; তরুণ ব্যাধিতে বিশেষ ফলপ্রদ।
তুলনীয়।– ছুঁচ ফোটানো ব্যথা কেলি-কার্ব ও ব্রাইওনিয়াতেও আছে। ব্রাইওনিয়ার বেদনা কেবলমাত্র সেরাস মেমব্রেণ বা শৈরিক-ঝিল্লীতেই প্রকাশ পায়। যেমন-পুরা বা ফুসফুস- আবরণীর পর্দা পেরিটোরিয়াম বা অস্ত্র-আবরণীর পর্দা অ্যারাক্লয়েড বা মস্তিষ্ক-আবরণীয় পর্দা প্রভৃতি। কিন্তু বেটোনিকার ছুঁচ ফোটানো বেদনা যেমন শরীরের নানাস্থানেই প্রকাশ পায় কেলি-কার্বের বেদনাও তেমনি শরীরের নানাস্থানে এমন কি দাঁতেও প্রকাশ পায়।
শক্তি। মূল অরিষ্ট বা ১x শক্তি ব্যবহৃত হয়।