ব্যারাইটাআয়োডেটা (Baryta-iodata)

পরিচয়।-এটার অপর নাম আইয়োডাইড-অভ্-বেরিয়াম।

ব্যবহারস্থল।-ক্যান্সার; অর্বুদ; গ্রন্থির বৃদ্ধি ও স্তনের কর্কটিয়া ক্ষতের জন্য উপযোগী। রোগীর গলার বা অন্ডকোষের গ্রন্থিসকল ফুলে শক্ত হয়; গলগন্ড রোগ। ঘাড়ের গ্রন্থিগুলি ফুলে অর্বুদের আকার ধারণ করে। অন্ডকোষ দুইটি বহুদিন পর্য্যন্ত ফুলে শক্ত হয়ে থাকে। ব্যারাইটা- আয়োড রোগীর বয়স বেশ হলেও আকৃতি ও মানসিক চিন্তাধারার উন্নতি হয় না।

তুলনীয়।– গলগ্রন্থির বিবৃদ্ধিতে বা গলগন্ড রোগে (thyroid gland) থাইরয়ডিনাম ও আয়োডাম। ঘাড়, বগল ও স্তন-গ্রন্থির স্ফীতিতে-অ্যাকোনাইটাম-লাইকোটোনাম (Aconitum Lycotonum)। ঘাড়ের গ্রন্থি ও গলগন্ড রোগে-ল্যাপিস-অ্যাল্বাম। স্তনের গ্রন্থির কাঠিন্যে – কোনায়াম। বাঘীর শক্তভাব দূর করতে কার্বো-অ্যানিমেলিস, ব্যাডিয়েগা, মার্ক-প্রোটো-আয়োড, মার্ক-বিন-আয়োড। বায়ুনলীভূজস্থিত গ্রন্থির স্ফীতিতে ক্যাল্কেরিয়া-কার্ব ও কেলি-আয়োড। টন্সিলাইটিস হয়ে ডানদিকের গলকোষে প্রদাহ -গুয়েকাম।

শক্তি।-৩, ৬x, ৬, ৩০।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!