বারোম্মা–ক্রিনেটা (Barosma Crenata)
ব্যবহারস্থল।-জননেন্দ্রিয় ও মূত্রযন্ত্রের উপর এটার ক্রিয়া। মূত্রাশয়ের উত্তেজনা, মূত্রাশয়ের সর্দিজ অবস্থা। মূত্রপথে আম ও পুঁজময় দ্রব্য নিঃসরণ; মূত্রপথের গ্রন্থির রোগ, পাথরী ও শ্বেত-প্রদর রোগে উপযোগী। কোপেইবা, থুজা ও চিমাফিলার সমগুণ।
শক্তি।-মূল-অরিষ্ট ৩০ হতে ৬০ ফোঁটা মাত্রায় ব্যবহারে সত্বর উপশম হয়।