ব্যালসামাম-পেরুভিয়েনাম (Balsamum Peruvianum)
ব্যবহারস্থল।-শ্বাসনলী-প্রদাহ, ক্ষয়কাশি, পুঁজের মত গয়ার নিঃসরণ, নাক হতে প্রচুর ঘন স্রাব, বিনা কারণে নাক হতে প্রত্যহ সন্ধ্যা ৭টায় বার বার রক্তপাত, পুরাতন ব্রঙ্কাইটিস, বুকের ভিতর ঘড়ঘড় শব্দ হওয়া (অ্যান্টি, ইপি, কেলি-সা), বিষম জ্বর (hectic fever), রাত্রে প্রচুর নৈশ-ঘৰ্ম (ফস, কার্বো-অ্যানি), রোগীর শেষ রাত্রে ঘাম (কেলি-কার্ব), ঘুমিয়ে পড়লেই ঘাম হওয়া (চায়না, কোনায়াম)।
শক্তি।– ১x, ৩x, 6x
দ্রষ্টব্য। – পুরাতন ব্রঙ্কাইটিস রোগে মূল-অরিষ্টের ৫-১০ ফোঁটা ডিমের কুসুমের সাথে সেবন করতে দিবে। এটার মূল-অরিষ্টের লোশন চুলকানি ও পাঁচড়ায় প্রয়োগ করলে ঐ বিষ নষ্ট হয়।