অ্যাভিয়ারী (Aviaire)
পরিচয়।— ক্ষয়রোগগ্রস্ত পক্ষী হতে প্রস্তুত হয়।
ব্যবহারস্থল। —এটার ক্রিয়া অনেকটা টিউবারকিউলিনামের মত। ক্ষেত্রবিশেষে ফুসফুসের প্রত্যেক অংশের রোগে ব্যবহৃত হয়। ব্রঙ্কাইটিস সহবর্তী ইনফ্লুয়েঞ্জার অতি উত্তম। অ্যাভিয়ারী প্রয়োগে দুর্বলতা আরোগ্য হয়, কাশি কমে যায় ও ক্ষুধা বৃদ্ধি পায় এবং দেহের সমস্ত বন্ধনীগুলির উন্নতি হয়। শিশুদের তরুণ নিউমোনিয়া। হাতের তলায় ও কানে চুলকানি, তরুণ কাশি, প্রদাহ, শক্তিহীনতা প্রভৃতি ক্ষেত্রে এটা কার্যকরী।
শক্তি।–৩০, ২০০ বা তদূর্ধ্ব শক্তি। ঘন ঘন প্রয়োগ নিষিদ্ধ।