অ্যাভেনা স্যাটাইভা (Avena Sativa)
পরিচয়।—তাজা ওট গাছের শীষ হতে প্রস্তুত হয়।
ব্যবহারস্থল। —স্নায়বিক অবসাদ দূর করে। অতিরিক্ত মস্তিষ্কের চালনা জন্য যাদের মস্তিষ্কের অবসাদ এসেছে, তাঁদের পক্ষে উপযোগী। অতিরিক্ত মৈথুনের ফলে রতিশক্তির হ্রাস, উদ্বেগ, অনিদ্রা, অজ্ঞাতসারে ধাতুস্খলন, ধ্বজভঙ্গ প্রভৃতি রোগেও ফলপ্রদ। রোগী কোন্ বিষয়ে মন স্থির করতে পারে না। কঠিন রোগের পর এটা উত্তম টনিক। কথিত আছে কিছুদিন রীতিমত অ্যাভেনা স্যাটাইভা ৪ ব্যবহারে আফিং সেবনের অভ্যাস দূর হয়। তুলনীয়। – কেলি-ব্রোম- অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে ব্রেণফ্যাগ, স্মরণশক্তি কমে যায়। রোগী মনে করে, তার মস্তিষ্ক অসাড় এবং সে জ্ঞান হারাইয়াছে। কেলি-ফস ও অ্যাসিড-পিক্রিক –অতিরিক্ত ইন্দ্রিয়চালনা হেতু রোগ। সর্বদাই উদাসীন ভাব, কোন কাজেই মন বসে না। সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা চোখে অন্ধ ার দেখা। অ্যাসিড ফস – স্নায়ুদৌর্বল্যের অন্যতম উৎকৃষ্ট ঔষধ। অতিরিক্ত স্বপ্নদোষ হস্তমৈথুন ইত্যাদি দ্বারা বীর্যক্ষয় হতে রোগের উৎপত্তি। রোগীর মাথা ব্যথা করে, মাথাঘোরে, বুকে ধড়ফড় করে, হাত-পা ঝিম-ঝিম করে, স্মরণশক্তি লোপ পায়।
স্নায়বিক দৌর্বল্য ও ধ্বজভঙ্গ। —অশ্বগন্ধা, অ্যাগ্লাস-ক্যাক্টাস, ড্যামিয়ানা বা টার্নেরা, লাইকোপোডিয়াম, ফস্ফোরাস, ইউরেনিয়াম-নিট, অরিগেলাম প্রভৃতি ঔষধও বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়।
শিরঃরোগ।— স্ত্রীলোকদের ঋতুস্রাবের সময় স্নায়বিক শিরঃরোগ। মাথার উপরে জ্বালা, প্রস্রাবে ফস্কেট নিঃসৃত হওয়ার ফলে মাথার পিছনের দিকে বেদনা। স্ত্রীলোকদের বাধক বেদনাসহ
স্নায়বিক দুর্বলতা থাকলে এটা উপযোগী। তান্ডব, সকম্প পক্ষাঘাত, মৃগী, ডিফথিরিয়া, হৃৎপিন্ডের বাত, একাগ্রতার অভাব, ঋতুস্তম্ভ, ঋতুশূল ও ধ্বজভঙ্গ রোগে কাজ করে।
সম্বন্ধ।—সাধারণ টনিক হিসাবে আলফালফা তুল্য। তুলনীয় — প্যাসিফ্লোরা-ইনকার্নেটা। শর্করাবিহীন বহুমূত্ররোগে প্রস্রাবের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করতে হলে এই ঔষধ আলফালফার সমতুল্য। শক্তি। —মূল-অরিষ্ট ২ ফোঁটা হতে ২০ ফোঁটা মাত্রায়।