অরাম–আর্স (Aurum Ars.)
পরিচয়।—এই ঔষধ আর্সেনিক ও স্বর্ণের সংমিশ্রিত গুণসম্পন্ন। যারা গভীর বিষণ্ণতা হেতু আত্মহত্যা করতে চায় অথচ আত্মহত্যা করতে ভয় পায়, তাদের পক্ষে এই ঔষধটি কাজ করে। নাক্স-ভূমিকা রোগীরও এই প্রকারের আত্মহত্যার প্রবৃত্তির লক্ষণ আছে, কিন্তু আত্মহত্যা করতে ভীত হয়। নাক্স ভমিকার রোগী খিটখিটে, হিংসুটে ও ঝগড়াটে। হঠাৎ রেগে বসে।
ব্যবহারস্থল। —উপদংশ জনিত শিরঃরোগ, অস্থিক্ষয়, অস্থি-বেষ্টনির প্রদাহ, মাসিকা ক্ষত প্ৰভৃতি রোগে যেখানে অরামের যন্ত্রণাদায়ক অস্থি-বেদনা ও আর্সেনিকের তীব্র স্নায়বিক লক্ষণাদি বিদ্যমান থাকে, সেখানে এই ঔষধ ফলপ্রদ। ডাঃ ম্যাসার্ট ক্যান্সার ও যক্ষ্মা রোগে এই ঔষধটি ব্যবহার করে উপকার পেয়েছেন। এই ঔষধটি গন্ডমালা জনিত চর্মরোগ, রক্তশূন্যতা ও হরিৎরোগ বা মৃতপান্ডু (ক্লোরোসিস) রোগেও ফলপ্রদ। ডাঃ হেল হৃত্যন্ত্রের বিকৃতি রোগে এই ঔষধ ব্যবহার করে বিশেষ ফললাভ করেছেন।
শক্তি।–৩, ৩০।