অরানশিয়াম (Aurantium)
পরিচয়।—- কমলালেবুর খোসা হতে প্রস্তুত হয়।
ব্যবহারস্থল। —স্নায়ুশূল, পিত্তাধিক্য, চুলকানি, বিশেষতঃ রাত্রে বৃদ্ধি; অজীর্ণ রোগে রোগী মনে করে যেন পেট হতে গলা পৰ্য্যন্ত কিছু বেয়ে উপরে উঠছে; ঢেঁকুর উঠা; শিরঃরোগ প্রভৃতি ক্ষেত্রে ও বৃদ্ধদের নানাবিধ রোগে ব্যবহার্য্য।
প্রদর্শক লক্ষণ।— আধকপালে মাথাব্যথা ডানদিকে। সর্বদা দাঁতে ব্যথা, দাঁতে পোকা ধরে, দাঁত ক্ষয়প্রাপ্ত হয়। সদৃশ। স্যাঙ্গুইনেরিয়া ডানদিকের আধকপালে মাথাধরার একটি বিশিষ্ট ঔষধ। Semi-headache অর্থাৎ সূর্য্যোদয়ে আরম্ভ হয়ে সূৰ্য্যাস্তে নিবৃত্ত হয়, পিছন মস্তকে আরম্ভ হয়ে মাথার উপর দিয়ে ডান চোখে অবস্থিতি করে। স্ত্রীলোকদের রজোনিবৃত্তিকালের উপসর্গে অধিকতর উপযোগী। নেট্রাম-মিউর–সূর্য্যোদয় হতে সূর্য্যাস্ত পর্য্যন্ত মাথাধরা, সেই সঙ্গে দৃষ্টিহীনতা (blinding-headache) চোখের অতিরিক্ত ব্যবহার এবং স্ত্রীলোকদের রজঃস্রাবের পরে মাথাধরা। স্কুলের বালক-বালিকাদের পুরাতন এবং স্নায়বিক মাথাধারা। স্পাইজিলিয়া- বামদিকের মাথাধরায় ব্যবহৃত হয়। ক্রিয়োজোট-পোকাধরা এবং ক্ষয়প্রাপ্ত দাঁত। দাঁত কাল এবং ভঙ্গুর, মাঢ়ী হতে সহজেই রক্তস্রাব হয়। ষ্ট্যাফিস্যাগ্রিয়া—দাঁত কাল ও ক্ষয়প্রাপ্ত (ক্রিয়োজোটের মত), থলথলে মাঢ়ী, সেটা হতে সহজেই রক্তস্রাব হয়।
গলায় যেন কি উঠে ও তাতে দমবন্ধ হয়ে যায়। বুক ধড়ফড় করে। বৃদ্ধ ব্যক্তিগণের রোগ, শরীর শীতল, শীত করে। মাতালরা যদি প্রাতভোজনের পূর্বে কমলালেবু খায় তা হলে তাদের মদ খাওয়ার ইচ্ছা চলে যায়।
শক্তি। – ৩x, ৬, ১২, ৩০।