অ্যাসারাম-ক্যানাডেন্সি (Asarum Canadense )
ব্যবহারস্থল। নাকের সর্দি বসে গিয়া মাথার যন্ত্রণা (Headache from suppressed catarrh)। সর্দি পানির মত; ক্ষতকারী। প্রসবকালীন অত্যধিক যন্ত্রণা হলে এটা প্রয়োগে অনেকটা কম হবে। গর্ভাবস্থায় প্রথম সিকে গর্ভস্রাব। মাসিক ঋতু বার বার (frequent) এবং প্রচুর পরিমাণে হয়।