অরামসালফ (Arum Sulph)

ব্যবহারস্থল। —পক্ষাঘাতগ্রস্ত রোগী অঙ্গ অবিরত কাঁপতে থাকলে ও স্তনফোলা, স্তনে বেদনা, স্তন ফাটা-ফাটা ও স্তনের নানাবিধ রোগে উপযোগী।

প্রদর্শক লক্ষণ।— অনবরত মাথা নাড়ে। নাক লাল হয়, ফোলে। নাকে মামড়ী পড়ে। শুষ্ক সর্দি। স্পর্শকাতরতা। খাওয়ার পর বমি। জননেন্দ্রিয় ভারী বোধ হয়। স্তন ফোলে, হাত দেওয়া যায় না; স্তনের বোঁটা ফাটা, কাটিয়া ফেলার মত ব্যথা। সকালে হলদে গাঢ় প্রদরস্রাব। চলবার সময় টলে পড়ে। ক্লান্তিবোধ। চোরের স্বপ্ন দেখে। রাত্রে শয্যামূত্র।

শক্তি।—এটার নিম্নশক্তিতেই অধিক ফল পাওয়া যায়।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!