অরাম–মিউর নেট্রোনেটাম (Arum Mur Natronatum)
পরিচয়।— ক্লোরাইড অভ-গোল্ড এন্ড সোডিয়াম।
ব্যবহারস্থল। —স্ত্রীজননেন্দ্রিয়ের উপরেই প্রধান ক্রিয়া। জরায়ুর অর্বুদ, কাঠিন্য ও আয়তন বৃদ্ধি; জরায়ু-গ্রীবার কাঠিন্য ও ক্যান্সার ক্ষত; জরায়ুতে অর্বুদ ও আয়তন বৃদ্ধির ফলে জরায়ু-বন্ধনীসমূহের শিথিলতার জন্য যোনি পথে জরায়ু বের হয়ে পড়বে বোধ (সিপি, লিলি-টিগ), অসময়ে প্রচুর রক্তস্রাব, বার বার গর্ভপাত (ভাইবার্ণাম) ও প্রসবের পর উন্মাদ ভাবাপন্ন জরায়ু-প্রদাহ, জরায়ুর স্থানচ্যুতি, দুরারোগ্য প্রদরস্রাব প্রভৃতিতে এই ঔষধটি উপযোগী। ডাঃ বার্নেট ও ডাঃ অ্যালেন জরায়ুর অর্বুদে এই ঔষধটির ভূয়সী প্রশংসা করেছেন। এটা সেবনে সাধারণতঃ ক্ষুধা বৃদ্ধি হয়ে থাকে। ডাঃ বার্নেটের মতে এটা জরায়ুর অর্বুদের সর্বশ্রেষ্ঠ ঔষধ। ডাঃ এ্যালেন একটি রমণীর ১৪ বৎসরের পুরাতন বর্দ্ধিত-জরায়ু এই ঔষধের ৩য় দশমিক শক্তি দ্বারা সম্পূর্ণ আরোগ্য করেন। পুরুষদের অন্ডকোষ-স্ফীতিতেও এটার ব্যবহার আছে। এই ঔষধটি পারদ ও উপদংশ বিষদুষ্ট রোগীর পক্ষে উপযোগী। ডাঃ হেল বলেন— এই ঔষধের ১২x চূর্ণ সেবন করলে তামাক ও অহিফেন সেবনের অভ্যাস দূর হয়। যেন কেউ বাম চোখের উপর, মাথার হাড়ের ভিতর, বক্ষঃমধ্যে, জঙ্ঘাস্থিতে এবং অন্যান্য হাড়ের ভিতর খুঁচিতেছে এরূপ বোধ ঔষধটির প্রকৃতিগত লক্ষণ। ডাঃ ন্যাশ বলেন— দুরারোগ্য ন্যাবা রোগী যখন কখনও কাল কখনও সাদা বাহ্য করে, তখন এটা বিশেষ কার্যকরী। এটার রোগলক্ষণ হেমন্তকাল হতে বসন্তকাল পর্য্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়।
প্রদর্শক লক্ষণ।— জরায়ুর টিউমার বা আব। অন্ডকোষ ফোলা, হাই ব্লাড-প্রেসার। অল্প বয়স্কা বালিকাদের বুক ধড়ফড় করা। পেটে ও পিঠে ঠান্ডা বোধ। জিবের উপর আঁচিল, জিবের ডগা জ্বালা করে ও লালাস্রাব। সাদা মল, ন্যাবা। দাঁত আলগা, ময়লা দেখায়, মাঢ়ী সরেযায়। অর্শরোগ, বলি বের হয়ে পড়ে ও যন্ত্রণা হয়। যে স্ত্রীলোকের গর্মির রোগ আছে, তাকে এই ঔষধ দিলে তার সন্তানের গর্শ্বিরোগ হবে না। প্রদর স্রাব যেখানে লাগে সেখানে হেজে যায়। স্তনের ও জরায়ুর ক্যান্সার রোগ। পুরাতন বাত। অজীর্ণরোগ, খাওয়ার পর মলবেগ পায়। জরায়ু শক্ত হওয়ার জন্য গর্ভপাত হয়।
বৃদ্ধি।—ঠান্ডা আর্দ্র বায়ুতে; শরৎকাল হতে বসন্তকাল পর্য্যন্ত (মাথাধরা); খাওয়ার পর বিশ্রামে।
হ্রাস। সন্ধ্যাকালে (মাথা)।
শক্তি।—সাধারণতঃ নিম্ন শক্তিই (৩x, ৬x) ব্যবহৃত হয়।