আর্সেনিকাম-সাফিউরেটাম-ফ্লেভাম ও রুব্রাম
[ Arsenicum Sulfuratum Flavum (Arsenic Citrinun) & Rubrum]
আর্স-সাল্ফ-ফ্লেডাম। শ্বেতকুষ্ঠ বা লিউকোডার্মা ও উপদংশ রোগে গায়ের চামড়া হতে মাছের আঁসের মত মরা চামড়া উঠতে থাকলে এবং সন্ন্যাস, ক্ষয়রোগ, অতিসার, স্বরনলীর ক্ষয়রোগ, ব্রণ, স্নায়ুশূল প্রভৃতি রোগে উপযোগী। শ্বাসকষ্ট, জননেন্দ্রিয়ে ও বালক-বালিকাদের কাণের পিছনের দিকে চুলকানি, নানাপ্রকার ক্ষত, উরুর ও হাঁটুর স্নায়ুশূল ইত্যাদি। দেশীয় গাছড়া হতে প্রস্তুত সোরেলিয়া-কোরিলিফোলিয়া (Psoralia Corylifolia—বাবচি বা লাটাকস্তুরি)— শ্বেত-কুণ্ঠের একটি ফলপ্রদ ঔষধ হয়েছে। বাতধরা, রক্তদোষ এবং অন্যান্য কুষ্ঠরোগেও এটা ব্যবহৃত হয়ে থাকে। এটার বাহ্যপ্রয়োগও উপকারী এবং ছুলিরোগেও এটার ব্যবহার আছে।
আর্স-সাল্ফ-রুব্রাম।—বহুব্যাপক ইনফ্লুয়েঞ্জা। সর্দি, কাশি, অত্যধিক গাত্রোত্তাপ, সেই সাথে ভয়ানক অবসাদ। ‘সোরায়েসিস’ ও বহুদিনের পুরাতন উদরাময়ে পেটের ভিতরে আগুনে পুড়ে যাবার মত যন্ত্রণা। রজঃকষ্টে সাল্ফার ও আর্সেনিকের সংমিশ্রিত লক্ষণ। এই ঔষধে সাধারণতঃ জ্বালা-যন্ত্রণা আর্সেনিকের মত, ঠান্ডায় উপশম (আর্সেনিকে গরমে উপশম)।
শক্তি।–৬, ৩০ ও ২০০ এবং তদূর্ধ্ব।