অ্যারিকা (Areca)
ব্যবহারস্থল। —ক্রিমির ধাতুবিশিষ্ট ব্যক্তিদের পক্ষে কার্যকরী। হৃদযন্ত্রের দ্রুত স্পন্দন ও অন্ত্রের সঙ্কোচন বৰ্দ্ধিত হলে ব্যবহার্য্য। গ্লকোমা রোগে এটা একটি প্রথম শ্রেণীর ঔষধ। গ্লুকোমায়- বোথ্রন্স—রোগী সূর্য্যোদয়ের পরে দিনের বেলায় আর কিছুই দেখতে পায় না। অ্যালিউমিনা দৃষ্টি অস্পষ্ট, জিনিষ-পত্রাদি সব হলদে রঙের দেখায়। অ্যামন-কার্ব—সূক্ষ্মকাজ করে দৃষ্টিহীন হলে উপকারী। অস্থিয়াম—গ্লকোমা জন্য অস্পষ্ট ও ক্ষীণ দৃষ্টি, সেইসঙ্গে চোখে জ্বালা এবং চোখ করুকর করা। মর্ফিনাম—রোগী চারিদিকেই অন্ধকার দেখে। ক্যানাবিস-স্যাটাইভা – কুয়াশার মত দেখা যায়।
শক্তি। নিম্নশক্তি।