আর্কটিয়াম-ল্যাপ্পা (Arctium Lappa)
ব্যবহারস্থল। -এই ঔষধটি রক্তশোধক হিসাবে ব্যবহৃত হচ্ছে। ডাঃ বার্ট বলেন- আর্কটিয়াম বৃক্ষের পাতার ক্বাথ কিছুদিন ব্যবহার করার পর উগ্রজাতীয় চর্মরোগ আরোগ্য হয়। জরায়ু-চ্যুতি, বন্ধ্যাত্ব ও দুধবৎ মূত্ররোগেও ঔষধটি বহু পূর্বে ব্যবহৃত হইত। ডাঃ হেল্ বলেন– যাদের বারংবার ফোঁড়া হয় তাদিগকে এই ঔষধ সেবন করতে দিলে ফোঁড়া হওয়ার প্রবণতা দূর হয়ে থাকে। ডাঃ ফ্যারিংটন বলেন-যে সকল একজিমা সর্বদা রসে ভিজে থাকে এবং উপরে সাদা সাদা মাড়ি পড়ে সেইসঙ্গে গ্রন্থি ফোলে তাতে এই ঔষধটি উপযোগী। টিনিয়া- স্ক্যাপিটিস নামক চর্মরোগ যখন শিশুদের কানের পাশে বা মুখে আরম্ভ হয়ে মাথায় ছড়িয়ে পড়ে ও ঘায়ের উপর সাদা চটা পড়ে, তখন ডাঃ বার্ট আর্কটিয়াম প্রয়োগ করতে উপদেশ দেন।
আর্কটিয়াম গ্রীষ্মকালীন ফোঁড়ার জন্যও ফলপ্রদ ঔষধ। গ্রীষ্মকালে একটি একটি করে অনেকগুলি ফোঁড়া হয়ে পেকে শুকিয়ে গিয়া আবার নূতন করে ফোঁড়া বের হওয়া এটার নির্দেশক।
সদৃশ। —আর্ণিকা – গ্রীষ্মকালীন ছোট ছোট ফোঁড়ায় আর্ণিকা উৎকৃষ্ট ঔষধ। উপকার না হলে আর্কটিয়াম দিবেন।
প্রদর্শক লক্ষণ।— জরায়ুর স্থানচ্যুতি। প্রদর-স্রাব। প্রসব বেদনার মত বেদনা। নড়াচড়ায় বৃদ্ধি। দুধের মত প্রস্রাব। ঘন ঘন প্রস্রাব, প্রস্রাব পরিমাণে বেশী। সন্ধিস্থানে ঘা। গাঁটে গাঁটে বেদনা। উদরাময় হলে বাতরোগ ভাল থাকে। বগলে ফোঁড়া। মুখে ব্রণ; চোখে অঞ্জনী। চর্মরোগ, দুর্গন্ধ, রস পড়ে। সেইসঙ্গে গ্ল্যান্ডের ফোলা।
স্ত্রীজননেন্দ্রিয়ের রোগ। জরায়ুতে তীব্র ব্যথা অনুভব, ঐ বেদনা দাঁড়ালে, চলাফেরা করলে বৃদ্ধিপ্রাপ্ত হয়। রোগী মনে ভাবে তার মস্তকের মধ্যে একটি ভারী দ্রব্য রয়েছে। জরায়ুর স্থানচ্যুতি লক্ষণও আছে। বার বার এবং প্রচুর প্রস্রাব দেখা যায়।
বাতরোগ।—এতে সকল সন্ধিস্থলেই বেদনা আছে। বাতের ব্যথা বাহুদেশ বা গুলফদেশ হতে আরম্ভ করে পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে পড়ে। লেডামের ব্যথা পা হতে আরম্ভ করে উপরের দিকে চালিত হয়। ক্যান্মিয়ার বাতের ব্যথা শরীরের উপরাংশ হতে আরম্ভ করে নীচের দিকে চালিত হয়। আর্কটিয়াম-ল্যাপ্পার বাতের বেদনা, উদরাময় আরম্ভ হলে উপশম হয়।
হৃদরোগ।—রাত্রে শোয়ার সময় বা বসবার সময় সহসা হৃদস্পন্দন। এত জোরে জোরে বুকের ভিতর ধড়ফড় করতে থাকে, মনে হয় যেন রোগী কত ভয় পেয়েছে। ধড়ফড়ানি কমে যাবার পর রোগী বার বার দীর্ঘশ্বাস ত্যাগ করে।
এটা একজিমার জন্যও ব্যবহৃত হয়। একজিমাগুলির উপর সাদা মামড়ি পড়ে। সর্বদা রসে ভিজে থাকে। একজিমায় মধুর মত আঠালো স্রাবে গ্রাফাইটিস্। ভিঙ্কামাইনর ঘায়ের উপর মামড়ী পড়ে, অনেক নীচে পুঁজ। দুর্গন্ধ। পচে, পোকাঁ হয়।