আরবুটাস-অ্যান্‌ড্রাসিন (Arbutus Andrachne)

পরিচয়।—স্ট্রবেরি গাছ হতে এই ঔষধটি প্রস্তুত হয়।

ব্যবহারস্থল।—বাত, গেঁটেবাত ও কোমরে বাতসংযুক্ত কাউর ঘায়ে এই ঔষধটি ফলপ্রদ। এতে সাধারণতঃ বড় বড় সন্ধিগুলিই অধিক আক্রান্ত হয় এবং বেদনা এক সন্ধি হতে অপর সন্ধিতে চলে বেড়ায় (লেডাম, ব্রাইয়ো, ক্যান্মিয়া)।

শক্তি।—সাধারণতঃ মূল-অরিষ্ট ও নিম্নশক্তিতেই অধিক ফল পাওয়া যায়।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!