অ্যাপিয়াম-ভিরাস (Apium Virus)
পরিচয়। এপিস-মেলিফিকা আবিষ্কৃত হওয়ার পূর্বে এপিসের লক্ষণে এই ঔষধটি ব্যবহৃত হইত। মধুমক্ষিকাকে রাগান্বিত করলে তাদের হুল হতে যে বিষ নিঃসৃত হয় তা হতে ঔষধটি প্রস্তুত হয়।
ব্যবহারস্থল।—রোগীর দেহে ক্ষতাদির পুঁজ অশোষণের ফলে।Autotoxæmia) যে সকল রোগ বা উপসর্গ উৎপন্ন হয়, এটা সেই সকল উপসর্গ আরোগ্য করে।