অ্যাপিয়ল (Apiol)

ব্যবহারস্থল।—ভয়ানক মাথা ঘুরায়। পড়বার সময় রোগীর মনে হয় যেন মাথার ডানদিকের অংশ বামদিকে এসে পড়ছে এবং মাথাটি খুব বড় হয়েছে। প্রতি পাঁচ-সাত মিনিট অন্তর প্রস্রাবের বেগ হয়, কিন্তু অল্প পরিমাণে প্রস্রাব হয়।

রোগী নিশ্চিন্ত মনে বসে বা শুয়ে আছে, হঠাৎ তাদের বুকের ভিতর অত্যন্ত ধড়ফড়ানি আরম্ভ হয়। হৃদস্পন্দনের সাথে দীর্ঘশ্বাস এটার একটি বিশেষ লক্ষণ। হৃদস্পন্দন উপশমের পর মুখমন্ডল আরক্তিম হয় ও সে মনে করে তার মাথাটি বড় হয়েছে। রাত্রি ১টা কি ২টার সময় ঘুম ভেঙে যাবে এবং সূর্য্যোদয়ের পূর্ব পর্য্যন্ত অস্থির ভাবে রাত কাটাইবে। বাধক বেদনায় উপযোগী।

শক্তি। নিম্নক্রমই ব্যবহাৰ্য্য।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!