অ্যান্টিমোনিয়াম–সালফিউরেটাম অরেটাম
(Antimonium Sulphuratum Auratum)
ব্যবহারস্থল। –নাকের ও বক্ষঃস্থলের পুরাতন সর্দি। হাত-মুখ ধুবার সময় নাক হতে রক্তস্রাব। নাক ও গলার ভিতর হতে প্রচুর শ্লেষ্মা নিঃসৃত হয়। নাকে গন্ধ পায় না এবং মুখের স্বাদ কষায়। সকালে নাক হতে রক্তস্রাব –ব্রাইয়োনিয়া, নাক্স ভমিকা। সকালে হাত- মুখ ধুবার সময়ে নাক হতে রক্তস্রাব-অ্যামন-কার্ব, অরাম মেট, কেলি-কার্ব।
শ্বাস-প্রশ্বাস যন্ত্রের রোগে এই ঔষধটি ব্যবহৃত হয়। এটার রোগী কাশি হওয়ার পূর্বে গলায় সুড়সুড়ি অনুভব করে। কাশির সাথে প্রচুর গয়ার উঠে, তথাপি বায়ুনলী পূর্ণ আছে এরূপ বোধ হয়, কাশির সময় তার বুকে যেন ভারী দ্রব্য চাপান রয়েছে এরূপ অনুভব করে। যাদের সাধারণতঃ শীতকালে বেশী শ্বাসকষ্ট ও কাশি হয় এবং সেই সঙ্গে শরীরের সর্বত্র বেদনা থাকে তাদের জন্য এটা ফলপ্রদ।
প্রদর্শক লক্ষণ।— পুরাতন সর্দি, নাকের ও বুকের সর্দি। মুখ-হাত ধুইলেই নাক দিয়ে রক্ত পড়ে। শীতকালের কাশি, সর্বশরীর টাটিয়ে থাকে। নিউমোনিয়া, হেপাটাইজেসন সুরু হয়েছে, কিন্তু রিসোলুসন আরম্ভ হচ্ছে না। বাঁ ফুসফুসের উপরের অংশ আক্রান্ত হয়। গলায় চটচটে মিউকাস, কষ্টকর শ্বাস-প্রশ্বাস। হাত-পায়ে চুলকানি। মধ্যরাত্রের পর হঠাৎ ঘুম ভাঙ্গে, সেই সময় সকল লক্ষণ বাড়ে। গয়ার মিষ্ট।
শক্তি। ৩x, ৬x ।