অ্যান্থ্রাকোকেলি (Anthrakokali)

পরিচয়।—এই ঔষধ অ্যান্থাসাইটসহ কষ্টিক পটাশ যোগে প্রস্তুত হয়।

ব্যবহারস্থল। —চর্ম-রোগেই বেশী ব্যবহৃত হয়ে থাকে, বিশেষতঃ যদি উদ্ভেদগুলি পূর্ণিমার সময়ে কমতে আরম্ভ করে। অত্যধিক পিপাসাযুক্ত বহুমূত্র রোগেও এই ঔষধ ফলপ্রদ। অতিরিক্ত পিপাসাসহ বহুমূত্ররোগে দেশীয় ঔষধগুলি বিশেষ ফলপ্রদ। অ্যাব্রোমা-অগষ্টা, সেফালান্‌ড্রা- ইন্ডিকা —এতে রোগীর পিত্তাধিক্য থাকে। জিমনেমা সিলভেষ্টর, সিজিজিয়াম-জ্যাম্বো ইত্যাদি ঔষধ প্রয়োগে অতি শীঘ্রই প্রস্রাব হতে চিনির ভাগ কমে যায়। অন্ডকোষে উদ্ভেদ। পুরাতন বাত খোস। ফোস্কা ফোস্কা উদ্ভেদ।

অজীর্ণ। —অতিরিক্ত আহারাদির ফলে পেট ফাঁপে ও পাতলা মলত্যাগ করে, পেটের ভিতর ভুট্ ভাট্ পিত্ত-বমন হয়, অত্যধিক পানিপিপাসা থাকে।

জ্বর। -একবার শীত ও কম্প, আবার অত্যন্ত গাত্রতাপ, এমন পৰ্যায়ক্রমে শীতকম্প 3 উত্তাপ-ঘাম এটার বিশেষত্ব।

শক্তি। নিম্নশক্তিই বেশী ফলপ্রদ।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!