অ্যামিগ্ডেলা–অ্যামেরা (Amygdala Amara)
পরিচয়। পারস্য, সিরিয়া প্রভৃতি স্থান-জাত তিক্ত বাদাম হতে প্রস্তুত।
ব্যবহারস্থল।—এই ঔষধটি টন্সিল প্রদাহ, মাথার বামদিকে বেদনা, জিহবা- গ্রন্থির প্রদাহ, জিহবার পার্শ্বদেশে বেদনা, আলজিহবার স্ফীতি ও সেখানে তীব্র বেদনা, আক্রান্তস্থানের রক্তিমা, গিলতে কষ্ট লক্ষণে, ডিথিরিয়ার প্রথমাবস্থায় ব্যবহার্য্য।
ধনুষ্টঙ্কার। —ধনুষ্টঙ্কার রোগে রোগী পিছনের দিকে বেঁকে পড়ে এবং আক্ষেপ বহুক্ষণ স্থায়ী হয় সেই সাথে হাত-পা শিথিল—রোগীকে তুলে ধরলে জড় পদার্থের মত পড়ে যায়। রোগীর চোখ চাকচিক্যময়, কিন্তু বহুক্ষণ পর্য্যন্ত বুদ্ধির প্রখরতা লুপ্ত থাকে।
হাঁপানি।—রোগীর বাম স্তনের নিম্নে সূঁচ বেঁধার মত বেদনা, শ্বাস-প্রশ্বাসে কষ্টবোধ, শ্বাস- প্রশ্বাসের সময় প্রবল নাসারবের (নাকের শব্দ) সাথে মুখমন্ডলে শীতল ঘাম। সদৃশ। —অ্যাসিড-হাইড্রো, এপিস, এরাম-ট্রি, ওপিয়াম, লরোসি।
শক্তি।–৩, ৬, ৩০।