অ্যাম্পিলোপ্সিস–কুইনকুইফোলিয়া (Ampelopsis Quin, quefolia)
ব্যবহারস্থল।–মূত্র গ্রন্থির শোধ, হাইড্রোসিল এবং গন্ডমালা ধাতু ব্যক্তির প্রাচীন স্বরভঙ্গ রোগে এই ঔষধ দ্বারা বিশেষ উপকার পাওয়া যায়। অপর ব্যবহার কলেরাব মত লক্ষণে বৈকাল ৩টায় বৃদ্ধি; প্রসারিত চোখকণীনিকা, কনুই-এ ও অপরাপর অঙ্গে বেদনা; কোঁথ পাড়া এবং পেটের ভিতর গড়গড় করা।
শক্তি। ২য় ও ৩য় ক্রম।