অ্যালনাস–রুব্রা (Alnus Rubra)
ব্যবহারস্থল।—দেহের যাবতীয় যন্ত্রের পোষণশক্তি উদ্দীপিত করে। অজীর্ণ রোগ, গ্রন্থিস্ফীত ও কোন কোন চর্মরোগের ক্ষেত্রে কার্যকরী। জননেন্দ্রিয়ের উপর বিশেষ ক্রিয়া। প্রদর রোগে জননেন্দ্রিয়ের ভিতর ক্ষত, জরায়ু-গ্রীবার, ঝিল্লীক্ষয়ের জন্য অতি সহজেই রক্তস্রাব; অতিরজঃ বা বাধক।
গ্রন্থিস্ফীতি রোগে বেলেডোনা, মার্কুরিয়াস-সল, হিপার-সাম্ফার প্রভৃতি লক্ষণানুসারে ব্যবহৃত হয়েও যদি নির্দোষে আরোগ্য না হয়, তৎপরে অ্যানাস ব্যবহারে উপকার পাওয়া যেতে পারে। সাব-ম্যাক্সিলারী বা নিম্নচোয়ালের গ্রন্থির রোগে এটা অধিকতর উপযোগী হয়ে থাকে।
পরিপাক শক্তিহীনতা বা গরহজম। -পাকস্থলীর পাচর রস বা গ্যাষ্ট্রিক জুস্ যাদের নিয়মিতভাবে নিঃসরণ হয় না (।mperfect secretion of gastric juice) এবং সেজন্য ভাল পরিপাক হয় না (বিশেষতঃ প্রটিড্ জাতীয় খাদ্য) মাছ, মাংস, ডাল ইত্যাদি তাদের পক্ষে বিশেষ ফলপ্রদ।
চর্মরোগে। —এটার আভ্যন্তরীণ ও বাহ্যপ্রয়োগে বহুদিনের দাদ, একজিমা আরোগ্য হয়। আক্রান্ত স্থানটি খুব চুলকায়। সদৃশ।—ডলিকস – চর্মরোগে কোন উদ্ভেদ বের হয় না, অথচ ভয়ানক চুলকানি। অ্যাসিড-সাম্ফ – চর্মরোগে চুলকানির সাথে সুড়সুড়ানি। মর্ফিয়া — উদ্ভেদের উপর পিপীলিকা চলে বেড়াচ্ছে বোধ। অ্যালুমিনা ও মার্কারি –বিছানার উত্তাপে বৃদ্ধি। রিউমেক্স — ঠান্ডা লাগালে চুলকানি বৃদ্ধি। পাকাশয়িক জ্বর, পেটে বাষ্প সঞ্চয়বশতঃ অজীর্ণতা এবং স্ত্রীজননেন্দ্রিয়ের নানাবিধ রোগের ক্ষেত্রে অ্যানাস ফলপ্রদ।
শক্তি। —নিম্নশক্তি। দ্রষ্টব্য। —মূল-অরিষ্ট ১৫ ফোঁটাসহ অলিভ অয়েল এক আউন্স মিশ্রিত করে দাদে লাগালে উপকার হয়।