অ্যালিয়াম–স্যাটাইভা (Allium Sativa)
পরিচয়।— রসুন।
ব্যবহারস্থল।—আমিষ ভোজী, অতি ভোজনকারী, দৃঢ়কায় ব্যক্তিদের এবং ক্ষয়রোগপ্রবণ ব্যক্তিদের রোগে উপযোগী। ফুসফুসের ক্ষয়রোগ প্রবণতায় কাশি, গয়ার ও গাত্রতাপ কমিয়ে রোগীর দেহ পুষ্ট করে। পুরাতন কাশি রোগে প্রচুর পরিমাণে আঠার মত শ্লেষ্মা বের এবং সামান্য ঠান্ডা লাগলেই রোগের বৃদ্ধি।
প্রদর্শক লক্ষণ।—কাশলে অত্যন্ত দুর্গন্ধ বের হয়। ধূমপানকালে কাশি। ঊরুতে বাত। হাতের ছাল উঠে যায়। পড়বার সময় মনে হয় জিবের উপর চুল আছে। কতকটা এমন অনুভূতি নেইট্রিক-অ্যাসিড এবং হিপার-সাম্ফারেও আছে। নেইট্রিক-অ্যাসিড মনে হয় গলার ভিতরে কাঁটা বিদ্ধ রয়েছে, খক্ খক্ করে, বেদনা বোধ হয়, ঐ বদনা হঠাৎ চলে যায়। বেলেডোনায় ব্রাইয়োনিয়ার মত গলার ভিতরে বেদনা। মনে হয় যেন গলায় কাঁটা ফুটে আছে। খাবারের গোলমাল হলেই উদরাময়, অতি ক্ষুধা। খোলা হাওয়ায় ও খাওয়ার পর বৃদ্ধি। কোন দ্রব্যের দিকে বেশীক্ষণ চেয়ে থাকলে মাথাঘোরে। খাওয়ার পর শুষ্ক কাশি। প্রসবের পর ফুল পড়ে না। মুখে মিষ্ট স্বাদ ও লালাস্রাব।
রক্তপিত্ত রোগ এবং পুরাতন কাশি। —বুকের পাঁজরার নিম্নে বেদনা। দুর্গন্ধযুক্ত শ্বাস-প্রশ্বাস, জিহবায় যেন একগাছা চুল লেগে আছে সর্বদাই এমন অনুভব। ধূমপানে কাশির বৃদ্ধি ও আঠা আঠা শ্লেষ্মা বের হয়। সর্দিজ চোখে-প্রদাহ রোগে কিছু পড়বার সময় চোখ কর্কর করে, রাত্রে চোখ জুড়ে যায়।
বৃদ্ধি।—ধূমপানে, ঋতুকালে, অধ্যয়নকালে, সন্ধ্যায়।
শক্তি।–৩, ৬, ৩০, ২০০।